সত্যিই যাদবপুরের ছাত্রকে ‘পিষেছে’ শিক্ষামন্ত্রীর গাড়ি? এবার ফরেন্সিক পরীক্ষা করবে পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ মার্চের শুরু থেকেই সংবাদের শিরোনামে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে ক্যাম্পাসে দেখা দেয় নৈরাজ্যের ছবি। বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁকে হেনস্থা, তাঁর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা মন্ত্রীর গাড়িতে ইন্দ্রানুজ রায় নামের এক পড়ুয়াকে ‘পিষে’ দেওয়ার অভিযোগ আনা হয়। এবার মন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষা (Forensic Test) করবে পুলিশ।

ব্রাত্য বসুর (Bratya Basu) গাড়ির ফরেন্সিক পরীক্ষা!

যাদবপুরকাণ্ডের জল ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট অবধি গড়িয়েছে। গত শুক্রবার এই মামলার শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবার এই ঘটনায় তৎপর হয়ে উঠল পুলিশ। মন্ত্রীর গাড়ির তলায় পড়ুয়ার ‘চাপা’ পড়ার অভিযোগ কি আদৌ ঠিক? সত্যিই কি গাড়ির নীচে ‘চাপা’ পড়েছিলেন প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ? এবার সবটা ভালো করে বুঝতে ব্রাত্যর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করে দেখবে পুলিশ। সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

জানা যাচ্ছে, কোথায়, কীভাবে ধাক্কা লেগেছে, কী কী ক্ষতি হয়েছে, সেই সকল উত্তর পেতেই এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গাড়ির ফরেন্সিক পরীক্ষা করবেন তদন্তকারীরা। ধাক্কার পাশাপাশি গাড়ির কাঁচ কীভাবে ভেঙেছে, সেটাও ওই ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হবে বলে খবর।

আরও পড়ুনঃ ‘এই’ ক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় খবর! এবার সুস্পষ্ট নির্দেশিকা জারি করল রাজ্য

উল্লেখ্য, গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ছিল। সেই সভা ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বাম ছাত্র সংগঠনের অভিযোগ, সেদিন ভিড়ের মধ্যে দিয়ে দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরোতে গিয়ে প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়কে ‘চাপা’ দেয় শিক্ষামন্ত্রীর গাড়ি। তৃণমূলের (Trinamool Congress) তরফ থেকে অবশ্য আগেই সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।

Bratya Basu

এদিকে গাড়ি ‘চাপা’র অভিযোগে মুখ না খুললেও যাদবপুরের আহত ছাত্রের প্রতি সমবেদনা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ইন্দ্রানুজের বাবার সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এই আবহে এবার জানা গেল, মন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করতে চলেছে পুলিশ। সেই পরীক্ষার রিপোর্টে কী উঠে আসে এবার সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর