বাংলা হান্ট ডেস্কঃ অবৈধভাবে বালি পাচারের অভিযোগ নিয়ে বালিঘাট পৌঁছে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। সেখানে যেতেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় এই বিজেপি নেতা তথা প্রাক্তন মেয়রকে। বালিঘাটে গিয়ে বিক্ষোভের মুখে পড়ার পর এবার এই ঘটনার জেরে মামলার মুখে পড়তে হলো তাঁকে। জানা যাচ্ছে সোমবার ওই মামলায় আত্মসমর্পণ করেছেন জিতেন্দ্র তিওয়ারি।
জোর বিপাকে BJP নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)
বিজেপি নেতার দাবি ছিল এই বালি কারবার চললে তার প্রভাব পড়বে দরবারডাঙার জলপ্রকল্পে। জামুরিয়ার সাধারণ মানুষের জলের কষ্ট দূর করতে এই প্রকল্প চালু করা হয়েছে। প্রসঙ্গত বহুদিন ধরেই প্রচন্ড জলের কষ্টে ভুগছেন জামুরিয়ার মানুষজন। জলের সমস্যা দূর করার দাবিতে পথ অবরোধও হচ্ছে। গত ২১ ফেব্রুয়ারি জামুরিয়ার ওই বালিঘাটে গিয়ে হামলার মুখে পড়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। তাঁকে দেখেই একদল বালি মাফিয়া হাতে ইঁট, পাথর ও লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালিয়েছিল। পরে কর্মী সমর্থকদের নিয়ে সেখান থেকে ফিরে এসেছিলেন জিতেন্দ্র তিওয়ারি।
আরও পড়ুন: এক নম্বরে বাংলা! জাতীয় স্তরে মিলল বিরাট সম্মান, দারুণ সুখবর দিলেন মমতা
বিষয়টি এখানেই শেষ হয়নি এরপর দেখা যায় জলপ্রকল্পের দায়িত্বে থাকা পিএইচই-র এক অস্থায়ী কর্মী জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার প্রেক্ষিতেই জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মোট আটটি ধারায় মামলা করা হয়েছে। ওই মামলাগুলির মধ্যে দু’টি জামিন অযোগ্য ধারাও রয়েছে।
তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে তিনি নাকি দুটি মোবাইল ফোনও ছিনতাই করেছেন। ওই মামলায় সোমবার আসানসোল সিজিএম আদালতে গিয়েছিলেন জিতেন্দ্র। জানা যাচ্ছে, তিনি জামিনের আবেদন জানিয়েছেন বিচারকের কাছে।
বিজেপি নেতার অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেস বালি মাফিয়াদের সঙ্গে নিয়ে সেদিন হামলা চালিয়েছিল। একই সাথে তাঁর দাবি এক অস্থায়ী পিএইচই কর্মীকে দিয়ে অভিযোগ করানো হয়েছে। তার পিছনে আসলে রয়েছে তৃণমূল নেতৃত্ব। মিথ্যে মামলা দিয়ে অবৈধ বালি কারবারের আন্দোলন থামানো যাবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানা যাচ্ছে, এই বালি কারবারের জন্য ব্যাপক প্রভাব পড়ছে জলপ্রকল্পের ওপর।