রেশন গ্রাহকদের জন্য বড় খবর! চাল-গম ছেড়ে ভর্তুকি দেবে সরকার? মুখ খুললেন খাদ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ রেশন (Ration) ব্যবস্থার ওপর নির্ভর করে থাকে এদেশের বহু পরিবার। প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে বা স্বল্প দামে চাল, গম সহ যে অন্যান্য সামগ্রী দেওয়া হয় তা দিয়ে সংসার চলে অনেকের। তবে আগামী দিনে কি রেশনের (Ration Card) ক্ষেত্রে ভর্তুকির কথা ভাবছে কেন্দ্রীয় সরকার (Central Government)? এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

রেশন (Ration Card) ব্যবস্থাতেও চালু হবে ভর্তুকি?

ইতিমধ্যেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হয়েছে। কয়েকদিন আগে জানা যায়, এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টকেও লিঙ্ক করতে চায় কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গেই রেশন বণ্টন সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে সেটাতেও প্রয়োজন অনুযায়ী সংশোধনের প্রস্তাব দেওয়ার চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যের খাদ্যসচিবদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় খাদ্যসচিব। সেখানে নিজেদের প্রস্তাবের কথা জানায় কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে রেশন বণ্টন নিয়ন্ত্রণ বিষয়ক ২০১৫ সালের নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের কথাও বলা হয়।

আরও পড়ুনঃ ছাব্বিশের ভোটের আগেই জোর ধাক্কা! BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক

এই খবর সামনে আসার পরেই মাথাচাড়া দেয় বেশ কিছু প্রশ্ন। তাহলে কি ভবিষ্যতে রেশন (Ration Card) ব্যবস্থায় চাল, গম বিলি করার বদলে সেগুলির মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথ খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার? সোমবার এই বিষয়ে মুখ খোলেন রাজ্যের খাদ্যমন্ত্রী।

রথীন ঘোষ (Rathin Ghosh) এই প্রসঙ্গে বলেন, রেশনের ভর্তুকি অথবা লিঙ্ক, এই সংক্রান্ত কোনও বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত রাজ্যকে জানানো হয়নি। এই বিষয়ে কোনও কথাও হয়নি। হয়তো সবটাই কেন্দ্রের ভাবনা স্তরে রয়েছে।

Ration Dealers Ration Card

খাদ্যমন্ত্রী জানান, রাজ্যের ৯৫ শতাংশের বেশি রেশন গ্রাহকদের কেওয়াইসি করা রয়েছে। আধার লিঙ্কও সম্পন্ন। ফলে কেন্দ্রীয় সরকার চাইলে সহজেই ব্যাঙ্কের তথ্য পেয়ে যাবে। লাইন দেওয়ার কোনও প্রয়োজন নেই।

এদিকে জানা যাচ্ছে, কেন্দ্রের তরফ থেকে রেশন বণ্টন নিয়ন্ত্রণ বিষয়ক ২০১৫ সালের নির্দেশিকায় যে সংশোধনের কথা বলা হয়েছে, সেটা অনুযায়ী, নতুন রেশন কার্ড (Ration Card) দেওয়ার সময় যখন সংশ্লিষ্ট পরিবারের প্রধানের ই-কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে, সেই সময় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও নিয়ে নেবে রাজ্য সরকার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর