বাংলা হান্ট ডেস্কঃ গত বছর এপ্রিল মাসে ২০১১ সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। এখনও সেই মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে এবার এসটি সার্টিফিকেট (ST Certificate) নিয়ে এক ব্যক্তি দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের।
মামলা হাইকোর্টে-Calcutta High Court
এসটি সার্টিফিকেট বাতিল হওয়ার কারণে কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুযোগ হারানোর আশঙ্কায় ওই ব্যক্তি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। মামলাকারীর দাবি, ২০২৩ সালে এসটি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। ২০২৪ সালে এই নিয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন।
আরও পড়ুন: সরকারের সাথে হল ৪৯,০০০ কোটির চুক্তি! Tata-র এই শেয়ারে রকেটের গতি, মালামাল বিনিয়োগকারীরা
মামলাকারীর কথায়, চলতি বছর ৩১ মার্চ তার আবেদন করা চাকরির জন্য নির্ধারিত পুলিশ ভেরিফিকেশন ও নথিপত্র যাচাই হবে। এদিকে তার চাকরি রয়েছে এসসি কোটায় রয়েছে। যদি তিনি এসটি সার্টিফিকেট দেখাতে না পারেন, তাহলে চাকরি যাওয়ার আশঙ্কা রয়েছে।
কোনো উপায় না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। আদালতে আবেদন করা হলে বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আদালত সূত্রে খবর, চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে (Calcutta High Court)।