দোলেই বাড়বে তাপমাত্রা! ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস রাজ্যের ৫ জেলায়! একনজরে আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ কখনও চড়ছে, কখনও আবার নামছে আবহাওয়ার পারদ (South Bengal Weather)! মার্চের শুরু থেকেই এই খামখেয়ালিপনার সাক্ষী বাংলা। এই আবহে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি (Rainfall Alert) হতে পারে। সেই সঙ্গেই চড়বে তাপমাত্রার পারদ। এমতাবস্থায় অনেকেরই প্রশ্ন, দোল উৎসবে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া (Weather Update)?

হাওয়া অফিসের বড় আপডেট (South Bengal Weather)!

ভরা বসন্তে দক্ষিণবঙ্গ জুড়ে গ্রীষ্মের আমেজ! প্রখর রোদে দু’দণ্ড দাঁড়ালেই ঘেমে নেয়ে স্নান করে যাচ্ছে মানুষ। দোল উৎসবেও আবহাওয়া মোটামুটি একই থাকবে বলে জানা যাচ্ছে। কলকাতার তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। নানান জেলার ক্ষেত্রে তা ৩৮ ডিগ্রির গণ্ডি পেরিয়ে যেতে পারে বলে পূর্বাভাস।

দোলের দিনও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) রোদ ঝলমলে আকাশ থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। ভোর ও সন্ধ্যার দিকে মনোরম আবহাওয়া থাকতে পারে। তবে রাতে সামান্য অস্বস্তি অনুভব হতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ রেশন গ্রাহকদের জন্য বড় খবর! চাল-গম ছেড়ে ভর্তুকি দেবে সরকার? মুখ খুললেন খাদ্যমন্ত্রী

হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচ দিনে সর্বাধিক তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি বাড়তে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এছাড়াও রিপোর্ট বলছে, মঙ্গলবার দুপুরের পর থেকে রাতের মধ্যে দক্ষিণ ২৪ পরগণার উপকূলবর্তী সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।

South Bengal Weather

এদিকে এই সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের (Rain) কোনও সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের একাধিক জেলায় লাগাতার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কাল থেকে উত্তরে বৃষ্টি শুরু হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ অল্পবিস্তর বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

আগামীকাল কালিম্পং ও দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপর বুধ ও বৃহস্পতিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার। পাঁচটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুক্রবার আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতো উত্তরবঙ্গেও আগামী পাঁচ দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে মনে করছেন আবহাওয়াবিদরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর