সরকারি কর্মীদের পোয়া বারো! ৭২ ঘণ্টার মধ্যেই বাড়ছে টাকা? সামনে বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই বড় সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই নয়া বেতন কমিশন নিয়ে নানান চর্চা আলোচনা চলছে। সেই সঙ্গেই ডিএ (Dearness Allowance) বৃদ্ধি সংক্রান্ত জল্পনা কল্পনা তো রয়েছেই। এই আবহে এবার সামনে আসছে নয়া আপডেট!

৭২ ঘণ্টার মধ্যেই বড় সুখবর পাবেন সরকারি কর্মীরা (Government Employees)?

কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন। গত বছর দীপাবলির আবহে ৩% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। এবার শোনা যাচ্ছে, দোলের আগে ফের একবার সুখবর দিতে পারে সরকার। আগামী বুধবারই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ফের এক দফায় ডিএ বৃদ্ধির সুখবর পেতে পারেন বলে শোনা যাচ্ছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১২ মার্চ তথা বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেদিনই কেন্দ্রীয় সরকারি কর্মী (Government Employees) ও অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ, ডিআর বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে খবর। এখন প্রশ্ন হল, এবার কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়াবে কেন্দ্র?

আরও পড়ুনঃ দোলেই বাড়বে তাপমাত্রা! ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস রাজ্যের ৫ জেলায়! একনজরে আবহাওয়ার খবর

কয়েকদিন আগে বেশ কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছিল, এবার মাত্র ২% হারে ডিএ (DA) বৃদ্ধি করতে পারে সরকার। এই খবর যদি সত্যি হয়, তাহলে এবার থেকে ৫৫% হারে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। শেষ অবধি সরকারের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত সেদিকেই নজর সকলের।

Central Government may remove some allowance of Government employees pensioners

এদিকে সাধারণত বছরে দু’বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) ডিএ বাড়ানো হয়। প্রথম দফায় জানুয়ারি ও দ্বিতীয় দফায় জুলাই থেকে নয়া হার কার্যকর হয়ে থাকে। জানুয়ারির মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা সাধারণত মার্চ মাসে এবং জুলাইয়ের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ হয়ে থাকে।

উল্লেখ্য, গত বছর হোলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বৃদ্ধির সুখবর দিয়েছিল সরকার। সেদিকে নজর রেখে অনুমান করা হচ্ছে, এবারও তেমনটা হতে পারে। আগামী বুধবার আবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে বলে খবর। শেষ অবধি সেদিনই ডিএ বৃদ্ধি সুখবর দেওয়া হয় কিনা সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর