বাংলা হান্ট ডেস্ক: এবারে একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) গত শুক্রবার মহিলা উদ্যোক্তাদের জন্য কম সুদের হার সহ বিনা গ্যারান্টির লোনের প্রস্তাব দিয়েছে। মূলত, আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে SBI “অস্মিতা” নামে একটি নতুন অফার চালু করেছে। এর উদ্দেশ্য হল মহিলাদের কম সুদের হারে ফান্ডিংয়ের বিকল্প প্রদান করা।
মহিলাদের জন্য এবার বড় পদক্ষেপ SBI (State Bank Of India)-র:
এই প্রসঙ্গে, SBI (State Bank Of India)-র চেয়ারম্যান সিএস শেঠি জানিয়েছেন, এই নতুন অফারের মাধ্যমে মহিলাদের নেতৃত্বাধীন মাইক্রো, ছোট এবং মাঝারি ইউনিটগুলি দ্রুত এবং সহজে ঋণ পাবে। এদিকে, ওই ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর বিনয় টনসে এই নতুন অফারটিকে প্রযুক্তিগত উদ্ভাবন এবং সামাজিক সমতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।
মহিলাদের জন্য শুরু হয়েছে এই প্রকল্প: জানিয়ে রাখি যে, এই পাবলিক সেক্টর ব্যাঙ্ক (State Bank Of India) RuPay দ্বারা চালিত “নারী শক্তি” প্ল্যাটিনাম ডেবিট কার্ডও চালু করেছে। যা বিশেষভাবে মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে। অন্যদিকে, ব্যাঙ্ক অফ বরোদা শুক্রবার ভারতীয় বংশোদ্ভূত মহিলাদের জন্য “BOB গ্লোবাল উইমেন NRE এবং NRO সেভিংস অ্যাকাউন্ট” চালু করেছে। এতে গ্রাহকদের আমানতের বেশি সুদ, কম প্রসেসিং ফি সহ হোম লোন ঋণ ও কার লোন এবং লকারের ভাড়ায় ছাড়ের মতো সুবিধা দেওয়া হবে।
আরও পড়ুন: এই একটা চালেই হল বাজিমাত! এবার আমেরিকা-রাশিয়া-ফ্রান্সকে টেক্কা দিল ভারত, জানলে হবে গর্ব
মুনাফায় রেকর্ড বৃদ্ধি: প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২৪-২৫-এর তৃতীয় ত্রৈমাসিকে স্বতন্ত্র ভিত্তিতে দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI (State Bank Of India)-র নেট মুনাফা ৮৪ শতাংশ বেড়ে ১৬,৮৯১ কোটি টাকা হয়েছে। গত অর্থবর্ষ অর্থাৎ ২০২৩-২৪-এর তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) স্বতন্ত্র ভিত্তিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেট মুনাফা ছিল ৯,১৬৪ কোটি টাকা। শেয়ার বাজারে দেওয়া তথ্যে SBI জানিয়েছে, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ১,২৮,৪৬৭ কোটি টাকা। যা গত অর্থবর্ষের একই সময়ে ছিল ১,১৮,১৯৩ কোটি টাকা। পর্যালোচনাধীন ত্রৈমাসিকে, ব্যাঙ্কের সুদের আয় বার্ষিক ভিত্তিতে ১,০৬,৭৩৪ কোটি টাকা থেকে বেড়ে ১,১৭,৪২৭ কোটি টাকা হয়েছে।
আরও পড়ুন: পরের বার চ্যাম্পিয়ন্স ট্রফি কবে এবং কোথায় আয়োজিত হবে? জানলে হয়ে যাবেন খুশি
NPA হ্রাস: এমতাবস্থায়, সম্পদের মানের দিক থেকে, এই ব্যাঙ্ক উন্নতি করেছে। এদিকে, ২০২৩ সালের ডিসেম্বরের শেষে ২.৪২ শতাংশ থেকে ২০২৪ সালের ডিসেম্বরের শেষে গ্রস নন-পারফর্মিং অ্যাসেট (NPAs) ২.০৭ শতাংশে নেমে এসেছে। একইভাবে, নেট নন-পারফর্মিং অ্যাসেট (NPA) ও বার্ষিক ভিত্তিতে ০.৬৪ শতাংশ থেকে ০.৫৩ শতাংশে নেমে এসেছে। একইসঙ্গে, SBI গ্রুপের সমন্বিত নিট মুনাফা এই সময়ের মধ্যে বার্ষিক ভিত্তিতে ১১,০৬৪ কোটি টাকা থেকে ৭০ শতাংশ বেড়ে ১৮,৮৫৩ কোটি টাকা হয়েছে। এর পাশাপাশি SBI (State Bank Of India)-র কনসোলিডেটেড উপার্জন বার্ষিক ভিত্তিতে ১,৫৩,০৭২ কোটি টাকা থেকে তৃতীয় ত্রৈমাসিকে বেড়ে ১,৬৭,৮৫৪ কোটি টাকা হয়েছে।