বাংলাহান্ট ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্রমেই তিক্ত হয়েছে ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সম্পর্ক। ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক অত্যাচার ঘুম কেড়েছে গোটা বিশ্বের। আর তারসাথে দোসর হয়েছে বাংলাদেশের উগ্রবাদীদের ‘ভারত বিরোধী’ কট্টর মনোভাব।
ভারত-বাংলাদেশ (India-Bangladesh) পণ্য পরিবহন
সব মিলিয়ে যখন দুই দেশের সম্পর্ক অথৈ জলে, তখনও নিজেদের কর্তব্যে এতটুকুও খামতি রাখতে চাইছে না ভারত (India)। বিদ্যুৎ, জল, স্বাস্থ্য, খাদ্যপণ্য সহ একাধিক বিষয়ের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ (Bangladesh)। এবার পবিত্র রমজান মাসে নিজেদের দায়িত্ব পালন করে বাংলাদেশকে বিপুল পরিমাণ চাল পাঠাল ভারত।
আরও পড়ুন : মিঠের মধ্যেও রয়ে গেল “তেতো”র আভাস, নিম ফুলের শেষ দিনে ব্রাত্য খোদ ‘ঠাম্মি’! ক্ষুব্ধ দর্শক
সূত্রের খবর, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির (প্যাকেজ-২) আওতায় ইতিমধ্যেই ভারত থেকে বাংলাদেশের (India-Bangladesh) চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছেছে ৬ হাজার মেট্রিক টন চাল। গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে পবিত্র রমজান মাস। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাসের গুরুত্ব অপরিসীম। তবে পবিত্র রমজান মাসেও বাংলাদেশে নিত্য-প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে ছ্যাঁকা খেতে হচ্ছে সে দেশের আম আদমিদের।
আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সরগরম সীমান্ত! এবার যা ঘটল….জানলে হবেন “থ”
চাল-ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস, সবকিছুই দামই যেন আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে ভারতের পাঠানো চাল কিছুটা হলেও স্বস্তি দেবে সে দেশের সাধারণ জনতাকে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, এমভি পিএইচইউ থান্থ ৩৬ জাহাজ করে ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ হাজার মেট্রিক টন চাল।
চালের নমুনা পরীক্ষা সহ একাধিক সরকারি কাজ সম্পন্ন হওয়ার পর শুরু হয়েছে খালাসের কাজ। জানা যাচ্ছে, ভারত থেকে পাঠানো চাল খুব শীঘ্রই পৌঁছে যাবে দেশের বিভিন্ন বাজারে। ভারতের চাল (Rice) বাংলাদেশের বাজারে এলে কিছুটা হলেও দাম কমার আশা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।