বাংলাহান্ট ডেস্ক : গরমের তীব্রতা বাড়ার সাথে সাথেই ভারতের (India) বাজারে চাহিদা বৃদ্ধি পায় বিভিন্ন নরম পানীয় বা সফ্ট ড্রিঙ্কসের। এবার কোকা-কোলা ও রিলায়েন্সের ক্যাম্পাকে বড় প্রতিযোগিতার মুখে ফেলতে ছক কষছে নরম পানীয় প্রস্তুতকারী সংস্থা পেপসিকো। ভারতের বাজার থেকে নিজেদের আয় বৃদ্ধি করতে ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা নিয়েছে আন্তর্জাতিক এই সফ্ট ড্রিঙ্কস প্রস্তুতকারী সংস্থা।
ভারতের (India) বাজারে খেল দেখাতে আসছে পেপসিকো
পেপসিকোর ভারত ও দক্ষিণ এশিয়ার সিইও জাগ্রত কোটেচার মতে, আগামী পাঁচ বছরে ভারতের বাজার থেকে নিজেদের আয় দ্বিগুণ বৃদ্ধি করতে তৎপর হয়ে উঠেছে পেপসিকো (PepsiCo)। আন্তর্জাতিক বাজারে ভারতের (India) গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ পেপসির কাছে। আগামী দিনে আয় বৃদ্ধি করতে বিপুল পরিমাণ বিনিয়োগও করতে চলেছে সংস্থা।
আরও পড়ুন : “কাঙাল” পাকিস্তানকে এবার বিপদের হাত থেকে বাঁচাল চিন! তলে-তলে কী প্ল্যান করছে বেজিং?
জাগ্রত কোটেচা আরও বলেন, পেপসিকোর কাছে ভারতের সফ্ট ড্রিঙ্কস বাজার বিশ্বের অন্যতম বৃহত্তম। দেশের বাজারে পণ্যের চাহিদা অটুট রাখতে পেপসিকো নতুন প্ল্যান্ট খুলতে চলেছে উত্তর প্রদেশ এবং আসামে। পাশাপাশি আরও দুটি নতুন প্ল্যান্ট খোলার পরিকল্পনা রয়েছে পেপসিকোর, যার মধ্যে একটি হতে পারে দক্ষিণ ভারতে।
আরও পড়ুন : জঞ্জাল! ‘দুর্নীতিগ্রস্ত মানুষের লেকচার…,’ কার উপর চটলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
কোটেচার মতে, ‘আমাদের বিশ্বাস ভারতে পেপসির বাজারের অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে নয়া এই প্ল্যান্টগুলি।’ উত্তর আমেরিকার মতো সুবিশাল না হলেও, ভারতের নয়া এই প্ল্যান্টগুলি যে আগামী দিনে বিশ্ববাজারে পেপসিকোকে নয়া উচ্চতায় নিয়ে যেতে চলেছে সে কথাও স্পষ্ট করেছেন জাগ্রত কোটেচা।
প্রসঙ্গত, ভারতের সফ্ট ড্রিঙ্কস বাজারে রিলায়েন্সের ক্যাম্পাকোলার প্রবেশের পর প্রতিযোগিতা বেড়েছে কোকাকোলা, পেপসিকোর মতো দেশের প্রথম সারির বেভারেজ কোম্পানিগুলির। বাজার চলতি ‘প্রতিষ্ঠিত’ ব্র্যান্ডগুলির তুলনায় অনেকটাই সস্তায় ক্যাম্পাকোলার একাধিক স্বাদের সফ্ট ড্রিঙ্কস ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে দেশবাসীর মধ্যে। এই আবহেই ভারতের মাটিতে নিজেদের ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে আরও সুকৌশলে এগিয়ে যেতে চাইছে পেপসিকো।