একী কাণ্ড! জয়শঙ্করের বক্তব্যের জেরেই হবে ভারত-পাকিস্তান যুদ্ধ? ইসলামাবাদে শুরু হইচই

বাংলা হান্ট ডেস্ক: ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি জানিয়েছেন যে, পাকিস্তান (India-Pakistan) যদি তাঁদের অধিকৃত কাশ্মীরের (পিওকে) ওপর নিজেদের দাবি ছেড়ে দেয় তবে এই সমস্যার জেরে দুই দেশের মধ্যে যে বিরোধ তার সমাধান হবে। গত সপ্তাহে লন্ডনে এক অনুষ্ঠানে জয়শঙ্কর এই কথা বলেন। এদিকে, তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের পাশাপাশি পাকিস্তানেও আলোচনা হচ্ছে। পাকিস্তানে জয়শঙ্করের বক্তব্য ভারতের পিওকে আক্রমণের হুমকি হিসেবেও দেখা হচ্ছে। একইসঙ্গে অনেক বিশেষজ্ঞ এই প্রতিক্রিয়াকে রাজনৈতিক বক্তব্য হিসেবেও বিবেচনা করছেন। এই বিষয়ে পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞ কামার চিমার সঙ্গে কথা বলেছেন পাকিস্তানি সাংবাদিক আরজু কাজমি।

জয়শঙ্করের বক্তব্যের জেরে হবে ভারত-পাকিস্তান (India-Pakistan) যুদ্ধ?

আরজু কাজমি তাঁর ইউটিউব চ্যানেলে কামার চিমার সাথে কথা বলার সময় জানান যে, জয়শঙ্কর সরাসরি বলছেন যে পাকিস্তানকে (India-Pakistan) কাশ্মীর থেকে সরে যেতে হবে। আরজু চিমাকে প্রশ্ন করে তিনি বলেন, কোনও বিদেশমন্ত্রী তাঁর সরকারের অনুমতি ছাড়া এমন বিবৃতি দিতে পারেন বলে মনে হয় না। এই বক্তব্যের পর ধরে নেওয়া উচিত যে নরেন্দ্র মোদীর সরকার পিওকে আক্রমণের মতো কোনও ইঙ্গিত দিয়েছে।

“জয়শঙ্করের বক্তব্যের কোনও গুরুত্ব নেই”: আরজুর প্রশ্নের জবাবে চিমা বলেন, “ভারতের সরকারি নীতি সম্ভবত এমন নয়। আমি মনে করি না যে আগামীকাল ভারত যদি কাশ্মীর নিয়ে পাকিস্তানের (India-Pakistan) সাথে কথা বলে, তবে ভারত বলবে যে পিওকে দাও এবং পুরো লড়াই শেষ। এটি একটি গুরুতর বিষয় বলে মনে হচ্ছে না। তবে ভারতের ক্ষমতাসীন বিজেপি অবশ্যই এটিকে একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে। জয়শঙ্করের আগে, রাজনাথ সিং এবং অমিত শাহের মতো মোদী সরকারের সমস্ত বড় মুখও পিওকে নিয়ে একই রকম কথা বলেছেন।”

Will India-Pakistan war be triggered by Jaishankar's statement.

চিমা আরও বলেছেন, “বিজেপি বারবার নির্বাচনে পিওকে ব্যবহার করেছে। কিন্তু তারা নির্বাচনী ইশতেহারে এটি অন্তর্ভুক্ত করেনি। আমি মনে করি জয়শঙ্করও একই রকম কিছু করেছেন।” তিনি বলেন, “আসলে বিজেপি চায় জনগণের মধ্যে এমন একটি বার্তা পৌঁছতে যে তারা একটি শক্তিশালী সরকার, যেটি পিওকে নেওয়ার কথা বলে। এটিও এই সিরিজের একটি অংশ।”

আরও পড়ুন: রোহিতের অধিনাকত্ব নয়! দ্রাবিড়ের একটি “গোপন” মাস্টারস্ট্রোকেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত

চিমার প্রশ্ন ভারত কি যুদ্ধ করবে: চিমা বলেন, “যুদ্ধ করেই ভারত কাশ্মীর দখল করতে পারে। কাশ্মীরে পাহাড় ও নদীর কারণে সেখানে যুদ্ধও সহজ নয়। ভারতের সেনাবাহিনী বড়। কিন্তু পাকিস্তানও (India-Pakistan) বড় সামরিক শক্তি। এমতাবস্থায় বড় ধরণের যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদিও আমি মনে করি না যে ভারত যুদ্ধে যেতে চাইবে।”

আরও পড়ুন: “কাঙাল” পাকিস্তানকে এবার বিপদের হাত থেকে বাঁচাল চিন! তলে-তলে কী প্ল্যান করছে বেজিং?

পাকিস্তানের রাজনৈতিক ভাষ্যকার চিমা আরও বলেন, “পাকিস্তান (India-Pakistan) ভারতের কাছ থেকে কাশ্মীর নেওয়ার জন্য হাজার বার প্রতিশ্রুতি দিয়েছে। আমি জিজ্ঞাসা করি পাকিস্তান এটা করতে পারে কি না। উভয় পক্ষ থেকে কাশ্মীর নিয়ে দাবি করা হচ্ছে কিন্তু এগুলি নিছক মুখের কথা। আমি মনে করি জয়শঙ্কর সম্ভবত এইভাবে কথা বলতেন না। কিন্তু যখন তাঁকে এইভাবে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনিও উচ্ছ্বসিত ভঙ্গিতে উত্তর দিয়েছিলেন।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর