‘কে অর্জুন? BJP-ই তো ওকে বসার চেয়ার দেয় না’! ঝাঁঝালো আক্রমণ মদন মিত্রর

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনে এখনও বছরখানেক বাকি। তবে আক্রমণ, পাল্টা আক্রমণের ধারা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার যেমন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে (Arjun Singh) নিশানা করলেন কামারহাটির তৃণমূল (Trinamool Congress) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বিজেপি নেতা সম্বন্ধে তিনি বলেন, ‘কামারহাটিতে ঢুকতে চাইলে ঢুকতে পারবে, কিন্তু আর বেরোতে পারবে না’।

অর্জুনকে নিশানা মদনের (Madan Mitra)!

সোমবার কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড অঞ্চলে তৃণমূলের একটি পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক মদন। সেখান থেকেই ব্যারাকপুরের ‘বাহুবলী’ নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুনকে নিশানা করেন তিনি। ‘কে অর্জুন? বিজেপিই তো ওকে বসার চেয়ার দেয় না’, মন্তব্য করেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি থেকে বেলঘরিয়ায় শ্যুটআউটে গ্রেফতার, সাম্প্রতিক অতীতের একাধিক ঘটনা নিয়ে সরগরম রাজনৈতিক মহল। শাসক, বিরোধীদের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। যাদবপুরকাণ্ডে যেমন তৃণমূলকেই দায়ী করছে বাম, বিজেপি। অন্যদিকে তৃণমূলের (TMC) আঙুল বাম, অতি বাম আঁতাতের দিকে।

আরও পড়ুনঃ উপকৃত হবে কয়েক হাজার পরিবার! মহিলাদের জন্য দুর্দান্ত প্রকল্প আনল সরকার! কী সুবিধা মিলবে? 

এই আবহে আবার ব্যারাকপুরের বিজেপি (BJP) নেতা অর্জুন সিং তৃণমূল-সিপিএমের ‘গট আপ’ তত্ত্ব নিয়ে সরব হন। এর জবাব দিতে গিয়েই এবার পাল্টা একহাত নিলেন কামারহাটির বিধায়ক। সোমবারের দলীয় পথসভা থেকেই এই নিয়ে সরব হন তিনি।

Madan Mitra

মদন এদিন বলেন, ‘এখানে ঢুকে অনেকে দাঙ্গা তৈরির চেষ্টা করছে, সব বুঝতে পারছি। এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তির চেষ্টা করা হচ্ছে। তবে এখানকার জনতা খুব সচেতন। জেনে রাখুন, অর্জুন সিং যদি নিজের এলাকা ছেড়ে এখানে এসে কিছু করতে চায়, তাহলে এখানে ঢুকতে পারবে, কিন্তু বেরোতে পারবে না’।

এরপরেই মদনের (Madan Mitra) প্রশ্ন, ‘কে অর্জুন? বিজেপিই তো ওকে বসার চেয়ার দেয় না। আগে নিজের জায়গা ঠিক করুক, তারপর অন্য জায়গার কথা ভাববে’। তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি, ‘নিয়মিত যারা যারা মজদুর ভবন যাচ্ছেন, তাঁদের ওপর আমরা নজর রাখছি কিন্তু। আপনি নিজেও জানেন না কী হবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর