বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব শিবির। ওদিকে দল বদলের ধারাও অব্যাহত। ভোট আসলেই এই দল থেকে সেই দল। এবারে সেই তালিকায় নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। সোমবার তৃণমূলে (Trinamool Congress) যোগদান করেছেন বিজেপির (BJP) তাপসী।
কী বললেন শুভেন্দু? Suvendu Adhikari
গতকাল হলদিয়ায় বিজেপিতে ভাঙ্গন ধরতেই ফুঁসে উঠেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর নেপথ্যে দলীয় নেতৃত্বের সিদ্ধান্তকেই প্রকারান্তরে দায়ী করেছেন বিজেপি বিধায়ক। গেরুয়া বিধায়ক স্পষ্টই জানিয়ে দেন, ‘সিদ্ধান্ত আমি নিই না’।
সোমবার এক সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে শুভেন্দু বলেন, ‘তৃণমূল থেকে কাউকে নেওয়ার মালিক আমি নই। কিন্তু বিজেপির যে হিন্দু ভোট ব্যাঙ্ক তারা কখনই চায় না তৃণমূলের কোনও প্রথম সারির অত্যাচারী লোক বিজেপিতে এসে টিকিট পাক বা এই দলে এসে নেতৃত্ব দিক। ২০২১ সালে বিজেপিতে মুড়িমুড়কির মতো তৃণমূল নেতাদের নেওয়া ভুল হয়েছিল এটা পাবলিক বলে। আমি বলছি না। পাবলিক যে ঠিক তা তো প্রমাণ হয়েছে।’
একই সঙ্গে শুভেন্দু বলেন, ‘মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষাল… জনগণ ঠিক বলেছিলেন তো। দলের উচিত সেটাই মেনে চলা।’ বারেবারই শুভেন্দু বলেছেন,’ দলের সিদ্ধান্ত কিন্তু আমি নিই না।’ প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। তার আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন মুকুল রায় সহ আরও অনেকে। তবে বিধানসভা ভোট মিটতেই ফের প্রত্যাবর্তন। বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন মুকুলরা। তবে ব্যতিক্রম শুভেন্দু। গেরুয়া শিবিরের হাল ধরতে সেখানেই থেকে যান তিনি।
সোমবার যখন পদ্ম ছেড়ে জোড়াফুল চুজ করেন তাপসীদেবী সেই সময়ই সাংবাদিকদের শুভেন্দু বলেন, ‘যেমন মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যণী, বিশ্বজিৎ দাসের মতো দলবদলুদের লোকসভা নির্বাচনে হারিয়েছিলাম একই ভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে তাহলে আমাকে আর কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে।’
আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডারকে জোর টক্কর! মাসে মহিলাদের ২৫০০ টাকা করে দিচ্ছে BJP সরকার, এল নয়া প্রকল্প
শুভেন্দু বলেন, ‘অনেকেই দল ছেড়ে চলে গিয়ে আবার ফিরেও আসছে। সৌমেন রায় ফিরে এসেছে। আমাদের সঙ্গেও অনেকে যোগাযোগ রাখেন, তবে আমরা আর তাদের নেব না। আমরা এই রাজ্যে হিন্দুদের জনজাতি নিয়ে সরকার গড়ব।’