বাংলাহান্ট ডেস্ক : টেক লাভারদের কাছে আইফোনের জনপ্রিয়তা বরাবরই খুব ভালো। গোটা বিশ্বের সাথে ভারতের বাজারেও অ্যাপেলের আইফোন এখন বিকোয় হট কেকের মতো। তবে এবার অনলাইন ই-কর্মাস প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট দিচ্ছে অবিশ্বাস্য কম দামে আইফোন কেনার সুযোগ। বিশেষ অফারে ফ্লিপকার্ট (iPhone-Flipkart) দিচ্ছে iPhone 15 ও iPhone 16 প্লাস মডেলের উপর দুর্দান্ত ছাড়।
আইফোনের (iPhone-Flipkart) উপর ছাড় দিচ্ছে Flipkart
একাধিক ব্যাঙ্কের কার্ড অফার ও ক্যাশব্যাক ব্যবহার করে দুর্দান্ত ছাড়ে আজই পকেটস্থ করতে পারেন আপনার স্বপ্নের আইফোন। পাশাপাশি পুরনো ডিভাইস এক্সচেঞ্জের উপরও থাকছে বিশেষ অফার। আপনার পুরনো মোবাইল এক্সচেঞ্জ করে বড় ছাড় পেতে পারেন নতুন iPhone 15 ও iPhone 16 প্লাস মডেলে।
আরও পড়ুন : রাজ্য মন্ত্রিসভার বৈঠক নিয়ে বড় খবর! একদিন আগেই নেওয়া হল বিরাট সিদ্ধান্ত
• iPhone 15 : ১২৮ জিবি স্টোরেজের নিল ভ্যারিয়েন্টের iPhone 15 মডেলের দাম পড়ছে ৬৪,৯৯৯ টাকা। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে পেয়ে যাবেন ১০০০ টাকা পর্যন্ত ছাড়। পাশাপাশি HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে iPhone 15 কেনার উপর ফ্লিপকার্ট দিচ্ছে আরও ২৫০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট। অন্যদিকে, Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে ৫% ফ্ল্যাট ক্যাশব্যাক। এক্সচেঞ্জে অফারে iPhone 15 কেনার উপর থাকছে ৪০,১৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, A16 বায়োনিক চিপসেটের iPhone 15 মডেলটিতে থাকছে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ১২ মেগাপিক্সেলের দুর্দান্ত সেলফি ক্যামেরা।
• iPhone 16 Plus : ফ্লিপকার্টে ২৫৬ জিবি স্টোরেজের iPhone 16 Plus (পিঙ্ক ভ্যারিয়েন্ট) মিলছে ৮৮,৯৯৯ টাকায়। HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI পেমেন্টের উপর থাকছে ১০০০ টাকা পর্যন্ত ছাড়। পাশাপাশি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের উপর ফ্লিপকার্ট গ্রাহকরা পেয়ে যাবেন অতিরিক্ত ২৫০০ টাকা পর্যন্ত ছাড়। এক্সচেঞ্জ অফারে iPhone 16 Plus মডেলটির উপর আপনারা পেতে পারেন ৪৩,১৫০ টাকা পর্যন্ত আকর্ষণীয় ডিসকাউন্ট।