বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) হওয়ার কথা ছিল। সময় ঠিক করা হয়েছিল দুপুর ৩টে। তবে বৈঠকের একদিন আগেই সূচিতে বদল আনা হল। দিন অপরিবর্তিত থাকলেও পাল্টে গেল স্থান, সময়। জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে না। বরং তা নবান্নে (Nabanna) হবে। ফলে সেদিন আদৌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিধানসভায় আসবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বৃহস্পতিবার বিধানসভায় আসবেন মমতা (Mamata Banerjee)?
নবান্ন সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ১৩ মার্চ দুপুর ৩টের পরিবর্তে বিকেল ৫টায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে। নবান্নে আয়োজিত হবে ওই বৈঠক। এরপরের দিনই যেহেতু দোল উৎসব রয়েছে, সেই কারণে সামগ্রিকভাবে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়টি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী বৈঠকের স্থান ও সময় পরিবর্তন করলেন বলে মনে করা হচ্ছে।
এদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তন হতেই দেখা দিয়েছে আরেকটি প্রশ্ন। বৃহস্পতিবার কি বিধানসভায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? আগে ঠিক ছিল, বিধানসভায় এসে সেদিন সেখানকার আলোচনায় যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক আছে।
আরও পড়ুনঃ প্রাথমিকে ‘টাকার খেলা’! কোন চাকরির কত ‘দাম’? এবার CBI চার্জশিটে ফাঁস সব
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে বিজেপির তরফ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে, বিধানসভায় (West Bengal Assembly) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরগুলি নিয়ে কোনও আলোচনা হয় না। এবার দফতর ওয়ারি বাজেটে স্বাস্থ্য দফতর নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও, স্বরাষ্ট্র দফতর নিয়ে আলোচনা করা হচ্ছে না। গিলোটিনের মাধ্যমেই মূলত ওই দফতরের বাজেট বরাদ্দ পাশ করানো হবে বলে খবর।
সেখান থেকে রাজনৈতিক মহলের একাংশ অনুমান করেছিল, এবার স্বরাষ্ট্র দফতর নিয়ে আলোচনা না হলেও, পঞ্চায়েত দফতরের জন্য যেহেতু সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে, সেই কারণে পঞ্চায়েত দফতরের বাজেটের দিন নিজে হাজির থেকে বিতর্কে অংশগ্রহণ করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী বৃহস্পতিবার বিধানসভাতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে বলে ঠিক হওয়ায় অনেকে ভেবেছিলেন, সেদিন উপস্থিত থাকবেন মমতা (Mamata Banerjee)। তবে এবার পাল্টে গিয়েছে বৈঠকের স্থান। ফলে শেষ অবধি ১০ দিনের অধিবেশনে একদিনও মুখ্যমন্ত্রী যোগ দেন কিনা সেটাই এবার দেখার।