বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে জমাট গল্পের খোঁজে স্টার জলসায় নতুন নতুন সিরিয়াল (Serial) শুরু হয়েছে। দর্শকদের পছন্দ বুঝে সেই মতোই মানানসই গল্প পর্দায় নিয়ে আসছেন নির্মাতারা। টিআরপি কমলেও সিরিয়ালের (Serial) গল্প বদল করা হচ্ছে যার ফলে আবারো চড়ছে নম্বর। অনেক সময় গল্পের প্রয়োজনে অভিনেতা অভিনেত্রীদেরও বদল করতে হয়। এই একাধিক পরিবর্তনের কারণ একটাই। টিআরপি বৃদ্ধিই যেকোনো সিরিয়ালের (Serial) মূল লক্ষ্য।
টিআরপি ধরতে ব্যর্থ অনেক সিরিয়াল (Serial)
বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন চ্যানেলের একগুচ্ছ সিরিয়াল (Serial) টিআরপির লড়াইয়ে শামিল। তবে এদের মধ্যে থেকে সকলেই যে ভালো নম্বর তুলে টিআরপি তালিকায় ভালো জায়গায় রয়েছে, তেমনটা কিন্তু নয়। গল্পে প্রয়োজনীয় টুইস্ট এনেও আশানুরূপ নম্বর তুলতে ব্যর্থ হচ্ছে অনেক ধারাবাহিক (Serial)।
জলসা পিছিয়ে লড়াইয়ে: বিগত কয়েক সপ্তাহ ধরে স্টার জলসা একটু পিছিয়েই রয়েছে টিআরপির ক্ষেত্রে। কয়েকটি ধারাবাহিক (Serial) নম্বর বাড়িয়ে উপরে উঠে এলেও আবার অন্যদিকে কিছু সিরিয়াল পিছিয়ে পড়ছে টিআরপির যুদ্ধে। টিআরপি ট্র্যাকে রাখতে তাই নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ। বেশ কিছু ধারাবাহিকের (Serial) স্লট বদল হয়েছে।
আরো পড়ুন : TRP লিস্টে ব্যাপক রদবদল, একগুচ্ছ সিরিয়ালের স্লট পরিবর্তন, কারা পেলেন দ্বিতীয় সুযোগ?
কী সিদ্ধান্ত নিল চ্যানেল: এই চ্যানেলের অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Serial) দুই শালিক। প্রথম দশে থাকতে না পারলেও দর্শকদের মনে জায়গা করতে সক্ষম হয়েছে ধারাবাহিকটি (Serial)। তবে ইদানিং এই সিরিয়ালেও টিআরপি কমে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে। তাই নম্বর বৃদ্ধি করতে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল।
আরো পড়ুন : মিঠের মধ্যেও রয়ে গেল “তেতো”র আভাস, নিম ফুলের শেষ দিনে ব্রাত্য খোদ ‘ঠাম্মি’! ক্ষুব্ধ দর্শক
না, স্লট বদল হচ্ছে না দুই শালিকের। তবে এই সিরিয়ালটি যাতে টিভির পর্দায় আরো বেশি সংখ্যক মানুষ দেখেন তার জন্য বড় উদ্যোগ নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। দু দুটি রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয়েছে এই ধারাবাহিককে। সকাল সাতটা এবং সকাল সাড়ে দশটা, এই দুটি সময়েই দেখা যাবে দুই শালিক। এর ফলে সিরিয়ালের টিআরপি আরো বাড়বে বলেই আশাবাদী নির্মাতারা।