বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীগুলির অন্যতম ভারতীয় সেনা। সময়ের সাথে তাল মিলিয়ে ভারতের (India) সেনাবাহিনীতে (Indian Army) যুক্ত হয়েছে একের পর এক মরণাস্ত্র। শত্রুর ঘুম ওড়াতে ভারতের সামরিক অস্ত্র ভান্ডার একাই একশ। আজকের প্রতিবেদনে আমরা এক নজরে দেখে নেব ভারতের (India) সংগ্রহে থাকা সেরা পাঁচটি শক্তিশালী অস্ত্র (Weapon) যা নিমেষে ঘায়েল করে দিতে পারে যেকোনও বড় শত্রুকে।
ভারতের (India) সংগ্রহে থাকা সেরা পাঁচটি শক্তিশালী অস্ত্র
• অগ্নি-৫ : ভারতীয় সেনার নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫। ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (IGMDP) এর অধীনে নির্মিত এই ক্ষেপণাস্ত্রটি ৫,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
• আইএনএস বিক্রমাদিত্য : বিশ্বের ১০টি বৃহত্তম বিমানবাহী জাহাজের অন্যতম আইএনএস বিক্রমাদিত্য। মডিফায়েড কিয়েভ-শ্রেণির এই বিমানবাহী রণতরীটির দৈর্ঘ্য ২৮৩.৫ মিটার এবং এটির বিম ৬১ মিটার।
আরও পড়ুন : ৫৬৩৫ টি শূন্যপদ! রাজ্যে আবার শিক্ষক নিয়োগ কবে? মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
• রাফায়েল যুদ্ধবিমান : ৪.৫ প্রজন্মের উন্নত যুদ্ধবিমান রাফায়েল ভারতীয় সেনাবাহিনীর অন্যতম সেরা বাজি। আকাশপথে ও ভূমিতে পারমাণবিক হামলা চালাতেও সক্ষম রাফায়েল। আকাশপথে ১৫০ কিলোমিটার ও আকাশ থেকে ভূমিপথে ৩০০ কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারদর্শী রাফায়েল।
• ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল : ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি বিশ্বের সবচেয়ে দ্রুততম এবং মারাত্মক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস। আকাশ, স্থল, সমুদ্র এমনকি জলের তলা থেকেও উৎক্ষেপণ করা যায় এই সুপারসনিক ক্রুজ মিসাইলটিকে।
• পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার : ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) দ্বারা তৈরি একটি আর্টিলারি সিস্টেম এই পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার। মাত্র ৪৪ সেকেন্ডে ১২ টি রকেট নিক্ষেপ করতে সক্ষম পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ৯০ কিলোমিটার দূরবর্তী এলাকা থেকে লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারদর্শী।