ছাব্বিশের ভোটের আগেই বড় ‘খেলা’? মমতা-নওশাদের ‘সেটিং’ নিয়ে বিস্ফোরক শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট (WB Assembly Elections)। ইতিমধ্যেই দলবদলের পালা শুরু হয়ে গিয়েছে। সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তৃণমূল ভবনে গিয়ে দলীয় পতাকা তুলে নেন তিনি। সেদিন বিকেলেই আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ২৫ মিনিটের বেশি সময় ধরে বৈঠক করেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। এরপরেই দু’জনের ‘সেটিং’ নিয়ে বিস্ফোরক দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা।

মমতা-নওশাদের ‘সেটিং’ নিয়ে বিস্ফোরক শুভেন্দু (Suvendu Adhikari)!

মমতার সঙ্গে বৈঠকের পরেই নওশাদের দলবদলের জল্পনা দেখা দেয়। তাহলে কি ছাব্বিশের ভোটের আগেই তৃণমূলে যোগ দিচ্ছেন আইএসএফ বিধায়ক? অনেকের মনেই দেখা দেয় এই প্রশ্ন। সেই জল্পনায় জল ঢেলেছেন নওশাদ নিজে।

জানা যাচ্ছে, ভাঙরের উন্নয়নের জন্য নিজের বিধায়ক তহবিলের টাকা খরচ করতে পারছেন না। এই নিয়ে প্রশাসনের একাংশের বিরুদ্ধে আঙুল তুলেছেন নওশাদ। এই ইস্যুতে বিধানসভাতেও জিরো আওয়ারে প্রশ্ন তুলেছিলেন তিনি। কোনও সদুত্তর না মেলায় সোজা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন।

আরও পড়ুনঃ দুর্নীতিতে নাম জড়াতেই পড়ল কোপ! এবার দলের ‘এই’ নেতাকে পদ ছাড়ার নির্দেশ ফিরহাদের

নওশাদের প্রশ্ন, বিরোধী বিধায়করা এলাকা উন্নয়ন তহবিল যদি খরচই না করতে পারেন, তাহলে কীভাবে রাজ্যের উন্নয়ন সম্ভব? জানা গিয়েছে, এই বিষয়ে সব দিক খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। এদিকে এদিন দু’জনের বৈঠক নিয়ে ‘সেটিং তত্ত্ব’ তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামে বিজেপি বিধায়ক।

suvendu adhikari

শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘কলকাতায় একমাত্র নিরাপদ আসন হল মেটিয়াবুরুজ। আগেরবার নওশাদ সিদ্দিকী সেটিং করে ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিলেন বলে ওই কেন্দ্রে জিতেছিলেন। নওশাদ যদি দাঁড়িয়ে পড়েন, তাহলে মেটিয়াবুরুজ আসনও হাতছাড়া হবে। সেই কারণে নওশাদকে ডেকেছিলেন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর