বাংলা হান্ট ডেস্ক: দুর্বল শেয়ার বাজারেও রীতিমতো ঝড় তুলছে টাটা গ্রুপের (Tata Group) একটি কোম্পানি। শুধু তাই নয়, মঙ্গলবার হু হু করে বৃদ্ধি পেয়েছে টাটা গ্রুপের ওই কোম্পানির শেয়ার। মূলত, আমরা টাটা কমিউনিকেশনস লিমিটেডের শেয়ারের কথা বলছি। টাটা কমিউনিকেশনের শেয়ার মঙ্গলবার NSE-তে ৮.৬৮ শতাংশ লাফিয়ে ১,৪৯২.৩৫ টাকায় পৌঁছেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই কোম্পানির শেয়ার গত ৭ দিনে ১৩ শতাংশের বেশি বেড়েছে।
রকেটের গতিতে এগোচ্ছে টাটা গ্রুপের (Tata Group) এই শেয়ার:
এদিকে, গত ৫ বছরে, টাটা কমিউনিকেশনের (Tata Group) শেয়ার ৩৪৫ শতাংশের বেশি বেড়েছে। ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর ২,১৭৫ টাকা। অপরদিকে, কোম্পানিটির শেয়ারের ৫২ সপ্তাহের নিম্ন স্তর হল ১,২৯১ টাকা।
৫ বছরে কোম্পানির শেয়ার ৩৪৫ শতাংশেরও বেশি বেড়েছে: জানিয়ে রাখি যে, টাটা কমিউনিকেশনস লিমিটেডের শেয়ার গত ৫ বছরে ৪৮৭ শতাংশেরও বেশি বেড়েছে। টাটা গ্রুপের (Tata Group) কোম্পানির শেয়ারের দর ২০২০ সালের ১৩ মার্চ ছিল ২৫০.৫৫ টাকা। এদিকে, ১১ মার্চ ২০২৫ তারিখে টাটা কমিউনিকেশনের শেয়ার ১,৪৯২.৩৫ টাকায় পৌঁছেছে।
গত ৩ বছরে, টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানির শেয়ার প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি ডিভিডেন্ড বিতরণের ক্ষেত্রে কোম্পানিটির একটি অসাধারণ রেকর্ড পরিলক্ষিত হয়েছে। কোম্পানিটি ২০২১ সালের জুনে ১৪ টাকা, ২০২২ সালের জুনে ২০.৭০ টাকা, ২০২৩ সালের জুনে ২১ টাকা এবং ২০২৪ সালের জুলাই মাসে ১৬.৭০ টাকা ডিভিডেন্ড দিয়েছে।
আরও পড়ুন: একী কাণ্ড! জয়শঙ্করের বক্তব্যের জেরেই হবে ভারত-পাকিস্তান যুদ্ধ? ইসলামাবাদে শুরু হইচই
৬ মাসে কোম্পানির শেয়ার ২৫ শতাংশেরও বেশি কমেছে: জানিয়ে রাখি যে, টাটা কমিউনিকেশনস লিমিটেডের শেয়ার গত ৬ মাসে ২৫ শতাংশেরও বেশি কমেছে। টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ার ১১ সেপ্টেম্বর, ২০২৪-এ ছিল ১,৯৮২.৬৫ টাকায়। বর্তমানে এই কোম্পানির শেয়ার ৫১-সপ্তাহের সর্বোচ্চ থেকে ৩০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। একই সময়ে, টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানির শেয়ার এই বছর এখনও পর্যন্ত ১৪ শতাংশের বেশি কমেছে। এই বছরের শুরুতে অর্থাৎ, ১ জানুয়ারি, ২০২৫ তারিখে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১,৭২৫.৬৫ টাকা। এদিকে, ১১ মার্চ, ২০২৫-এ টাটা কমিউনিকেশনের শেয়ার ১,৪৯২.৩৫ টাকায় দাঁড়িয়েছে।