বাংলাহান্ট ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই চিনের সাথে নরমে গরমে সম্পর্ক চলছে ভারতের (India)। মার্কিন যুক্তরাষ্ট্রকে প্যাঁচে ফেলতে জিংপিংয়ের তরফ থেকে ‘হাতি আর ড্রাগন’কে একসাথে নাচিয়ে দেওয়ার প্রস্তাবও এসেছে। তবে, চিনের এইসব পরিকল্পনা নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরং নমো এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ভারতেরই আরেক বন্ধু দেশের কাছে।
চিনকে চাপে রাখতে প্ল্যান ভারতের (India)
স্বাভাবিকভাবেই ভারতের (India) এই বন্ধু দেশে সফর ও সেই দেশে ব্যাপক আপ্যায়ন পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, চৈনিক চাল ভেস্তে দিতেই কী মোদি মিনি ইন্ডিয়া সফরে গিয়েছেন? সেই ক্ষেত্রে অবশ্য নানান বিষয় সামনে উঠে আসছে। অনেকেই অবশ্য মনে করছেন ভারত ও মরিশাসের (Mauritius) আত্মীয়তা আসলে শত্রুপক্ষকে শায়েস্তা করার জন্য কৌশলগত অবস্থানের এক অনন্য নজির।
আরও পড়ুন : ৩৪৫ শতাংশেরও বেশি বৃদ্ধি! টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারে বিরাট দাপট, মালামাল বিনিয়োগকারীরা
আসলে, দীর্ঘদিন ধরে সাগরের দিক থেকে ভারতকে চাপে রাখতে চিন (China) একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। তাই পাল্টা চাল দিতে রেডি হচ্ছে ভারতও। শ্রীলঙ্কা, শেচেলস, মালদ্বীপ ও মরিশাসে অস্তিত্ব আরও মজবুত করে বেজিংয়ের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদির মরিশাস সফরের গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয়, সাংস্কৃতিক দিক থেকেও দরিদ্র ভারতীয়দের কাছে প্রয়োজনের বন্ধু হয়ে উঠেছে মরিশাস।
এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে, মরিশাস ভারতের (India) দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও বটে। দুই দেশের বাণিজ্য আরও সহজ করে তুলতে ইতিমধ্যেই নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। করোনার সময় ভ্যাকসিন হোক বা গত বছরের ভয়াবহ ঘূর্ণিঝড়, মরিশাসের পাশে সব সময় ঢাল হয়ে দাঁড়িয়েছে ভারত। বলা বাহুল্য, ১১ টি ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে এই দেশে। সমুদ্র পথে মাদক পাচার রুখতে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ।
আরও পড়ুন : কোনো মহিলাকে ইচ্ছের বিরুদ্ধে স্পর্শ করা ধর্ষণের সমান! বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের
সব মিলিয়ে বলা যায়, দুই দেশের মধ্যে সম্পর্ক যথেষ্টই মজবুত। পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মরিশাসে পা রাখার সাথেসাথেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান সে দেশের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম ও তাঁর গোটা মন্ত্রিসভার সদস্যরা। পাশাপাশি মরিশাসের প্রধান বিচারপতিদেরও এদিন বিমানবন্দরে উপস্থিত থেকে স্বাগত জানাতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রীকে।
১২ মার্চ মরিশাসের ৫৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে পদার্পণের সাথে সাথেই ভারতের প্রধানমন্ত্রীকে নিজের কাছে টেনে গলায় জড়িয়ে নেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেখানেই ভূষিত করা হয় সেদেশের সর্বোচ্চ সম্মান ‘গার্ড অব অনার’-এ।
সূত্রের খবর, ১২ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে চলেছেন মরিশাসে। এই দ্বীপরাষ্ট্র থেকেই ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন কমপক্ষে ২০টি প্রকল্পের। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতের INS Imphal যুদ্ধতরী অংশ নিতে চলেছে মরিশাসের জাতীয় দিবসের অনুষ্ঠানের সামরিক মহড়ায়। এই যুদ্ধতরীটিও সোমবার পৌঁছেছে মরিশাসে।