বাংলাহান্ট ডেস্ক : ‘যে রাঁধে সে চুলও বাধে,’ এই প্রবাদ বাক্য যেন দিন দিন দিনের আলোর মতো আরও পরিষ্কার হয়ে উঠছে দেশের নারী শক্তির কল্যাণে। হাজারও বাধা-বিপত্তিকে দূর করে সমাজের প্রতিটি স্তরে নিজেদের সাফল্যের (Success Story) জয়ধ্বজা ওড়াচ্ছে ভারতের নারী সমাজ। বিয়ের মাত্র ৩৪ দিনের মাথায় মৃত্যু হয় স্বামীর।
সোনি বিস্তের সাফল্যের কাহিনি (Success Story)
সদ্য বিবাহিতা এই মহিলার কাছে গোটা পৃথিবী যেন থমকে গিয়েছিল এক মুহূর্তেই। তবে হাজারও দুঃখ-কষ্ট বুকে চেপে রেখে নতুন জীবন শুরু করার অঙ্গীকার নিয়েছিলেন সোনি বিস্ত। উত্তরাখণ্ডের খাটিমা নিবাসী নীরজ ভান্ডারীর সাথে ২০২৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনি।
আরও পড়ুন : এবার ভারতে ঘটতে চলেছে ইন্টারনেট বিপ্লব! Starlink-এর সাথে বড় চুক্তি Airtel-এর
১৮ কুমায়ুন রেজিমেন্টে সৈনিক পদে কর্মরত নীরজ একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারান বিয়ের ৩৪ দিনের মাথায়। স্বামীর আকস্মিক মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়ে সোনির। তবে সদ্য স্বামীহারা সোনি নতুনভাবে শুরু করতে চেয়েছিলেন আগামী জীবন। স্বামীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সোনি সিদ্ধান্ত নেন ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করার।
আরও পড়ুন : আবার ঊর্ধ্বমুখী তাপমাত্রা! বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
শনিবার আন্তর্জাতিক নারী দিবসের দিন চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (ওটিএ) পাসিং আউট প্যারেডে অংশ নিয়ে সোনি বিস্ত নিযুক্ত হলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে। সোনির বাবা কুন্দন সিং বিস্ত, মা মালতি বিস্ত এবং ভাই রাহুল বিস্ত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাক্ষী থাকেন গোটা ঘটনার।
সামরিক পরিবারে বড় হয়ে ওঠা সোনির ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা ছিল ছোটবেলা থেকেই। সোনির দাদা হরক সিং বিস্ত ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army)। সোনির বাবা কুন্দন সিং বিস্ত ব্রিগেড অফ গার্ডস ব্যাটালিয়নে সুবেদার পদের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। জাতীয় নিরাপত্তা গার্ড (NSG) এবং ন্যাশনাল রাইফেলস (RR)-এর মতো গুরুত্বপূর্ণ অভিযানে অংশও নিয়েছিলেন কুন্দন সিং বিস্ত। এবার বাড়ির কন্যার ভারতীয় সেনাবাহিনীতে যোগদান নতুন করে গর্বিত করল বিস্ত পরিবারকে।