চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ, এরপরে কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত? জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক: নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত (India National Cricket Team) ইতিমধ্যেই সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে। এই টুর্নামেন্ট শেষ হওয়ার সাথে সাথে ক্রিকেট অনুরাগীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে IPL-এর জন্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ তম মরশুম আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে। এদিকে, IPL-এর আসন্ন মরশুমে অনেকটা পরিবর্তন দেখা যাবে।

এরপরে কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত (India National Cricket Team):

আসলে, মেগা নিলামের পর সব দলের চেহারাই পাল্টে গেছে। এমতাবস্থায়, নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে একাধিক বড় খেলোয়াড়কে। তবে, IPL-এর আবহের মাঝেই টিম ইন্ডিয়া (India National Cricket Team) তার পরবর্তী ম্যাচ কবে এবং কোন দলের সাথে খেলবে সেই বিষয়েও জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনুরাগীরা। বর্ধমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Next update of India National Cricket Team.

টিম ইন্ডিয়ার পরের ম্যাচ এই দলের বিরুদ্ধে: জানিয়ে রাখি যে, ভারতীয় দলকে (India National Cricket Team) তাদের পরের ম্যাচ খেলতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। নির্ধারিত সূচি অনুযায়ী, টিম ইন্ডিয়া আগামী জুন মাসে ইংল্যান্ড সফর করবে। যেখানে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। এই সিরিজের প্রথম টেস্ট ২০ থেকে ২৪ জুন লিডসে খেলা হবে। এদিকে, দ্বিতীয় টেস্ট আগামী ২ জুলাই থেকে ৬ জুলাই বার্মিংহামে খেলা হবে। এর পাশাপাশি, তৃতীয় টেস্ট ১০ থেকে ১৪ জুলাই লন্ডনে, চতুর্থ টেস্ট ২৩ থেকে ২৭ জুলাই ম্যানচেস্টারে এবং পঞ্চম টেস্ট ৩১ জুলাই থেকে ৪ অগাস্ট লন্ডনে খেলা হবে।

আরও পড়ুন: ট্রাম্পের শুল্ক হুমকির জের! এবার মোক্ষম জবাব দিতে প্রস্তুত ভারত, সামনে এল বড় পরিকল্পনা

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ইংল্যান্ড সফরে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল (India National Cricket Team) ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু, করোনার মতো ভয়াবহ মহামারীর কারণে ওই সিরিজের শেষ ম্যাচটি পুনরায় নির্ধারিত হয়েছিল। এরপর ২০২২ সালে সম্পন্ন হওয়া সিরিজের শেষ ম্যাচে জিতে ইংল্যান্ড ২-২ ব্যবধানে সিরিজে সমতা আনে।

আরও পড়ুন: ৩৪৫ শতাংশেরও বেশি বৃদ্ধি! টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারে বিরাট দাপট, মালামাল বিনিয়োগকারীরা

ইংল্যান্ড সিরিজে নতুন অধিনায়ক পেতে পারে ভারত: এদিকে, ইংল্যান্ড সফর ভারতীয় দলের (India National Cricket Team) জন্য অনেক দিক থেকেই বিশেষ হতে চলেছে। এই সফরে ভারতীয় দলে কিছু পরিবর্তন হতে পারে। এটাও সম্ভব যে, রোহিত এই সিরিজে টিম ইন্ডিয়ার অংশ নাও হতে পারেন এবং তাঁর জায়গায় নতুন কেউ অধিনায়কত্ব পেতে পারে। মূলত, এর আগে টিম ইন্ডিয়া বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন অস্ট্রেলিয়ায় তাদের শেষ টেস্ট সিরিজ খেলেছিল যেখানে তাদের ৪-১ ব্যবধানে হারের মুখে পড়তে হয়েছিল। সেই হারের পর রোহিতের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন উঠতে থাকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর