বাংলাহান্ট ডেস্ক : নতুন সিরিয়াল (Serial) শুরুর কারণে একাধিক রদবদল হয়েছে জি বাংলায়। একদিক দিয়ে নতুন সিরিয়াল জায়গা করে নিয়েছে চেনা স্লটগুলিতে। আর সেই সব স্লটগুলি খালি করতে পুরনো ধারাবাহিকগুলিকে (Serial) সরিয়ে দেওয়া হয়েছে অন্য সময়ে। কিছু কিছু অবশ্য শেষও করে দেওয়া হয়েছে। টিআরপি কম থাকার কারণে শেষ হয়ে গিয়েছে নিম ফুলের মধু এবং মালা বদল।
স্লট ওলটপালট হয়েছে একাধিক সিরিয়ালের (Serial)
মোট তিনটি নতুন সিরিয়াল (Serial) শুরু হয়েছে জি বাংলায়। দুগ্গামণি ও বাঘমামার জন্য মিঠিঝোরাকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাত সোয়া দশটায়। শেষ হয়েছে মালা বদল। অন্যদিকে চলতি সপ্তাহে জোড়া সিরিয়াল (Serial) শুরু হয়েছে। আর তার জেরেই সন্ধ্যা সাড়ে ছটার স্লটের আনন্দীকে সটান এক ঘন্টা এগিয়ে পাঠানো হয়েছে সাড়ে পাঁচটায়।
ফেরানো হয়েছে পুরনো স্লটে: এই রদবদলের জেরে দর্শকদের একাংশ বেশ ক্ষুব্ধ। আসলে আনন্দী সাড়ে পাঁচটার স্লটটি দখল করতে অমর সঙ্গীকে (Serial) ফিরে যেতে হয়েছে দুপুরের স্লটে। দুপুরের স্লটেই শুরু হয়েছিল ধারাবাহিকটি। কিন্তু দর্শক টানেনি একেবারেই। প্রথম থেকেই টিআরপিতে পিছিয়ে থেকেছে সিরিয়ালটি (Serial)। আর তার জন্যই স্লট বদলে বিকেলে আনা হয়েছিল অমর সঙ্গীকে।
আরো পড়ুন : নিজেদের যুদ্ধবিমান নিয়ে আজব দাবি চিনের, পর্দাফাঁস করে ভারতের বায়ুসেনা প্রধান যা বললেন…
কী বলছেন দর্শকরা: কিন্তু কয়েক মাসের মধ্যে আবারও দুপুরের স্লটে সিরিয়ালটিকে (Serial) পাঠিয়ে দেওয়ায় ক্ষুব্ধ অমর সঙ্গীর দর্শকরা। একজন সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, চ্যানেল দর্শকদের মতামত নেয় না। দুপুরের স্লটে প্রথম থেকেই আপত্তি ছিল দর্শকদের। কারণ ওই সময় টিআরপি ওঠে না। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই দুপুরের স্লটই দেওয়া হল।
আরো পড়ুন : মহাকুম্ভের পুণ্যভূমিতে নারী নির্যাতন! রুদ্রমূর্তিতে নায়িকা, রেকর্ড ভাঙবে TRP
বলা বাহুল্য, শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় ছয় মাসে টিআরপি তুলতে ব্যর্থ হয়েছে অমর সঙ্গী। একাধিক বার গুঞ্জন ছড়িয়েছে এই সিরিয়ালের (Serial) শেষ হওয়া নিয়ে। এবারও শোনা যাচ্ছে, সম্ভবত দুপুরের স্লটে বেশিদিন নাও রাখা হতে পারে অমর সঙ্গীকে। কম টিআরপি নিয়ে কতদিন ধারাবাহিক চলতে পারে সেটাই দেখার।