স্লট বদলেও হল না শেষরক্ষা, চলতি মাসেই শেষের মুখে জলসার সিরিয়াল!

বাংলাহান্ট ডেস্ক : সিরিয়াল (Serial) শুরু হওয়া মানে একদিন না একদিন তা শেষ হবেই। কোনোটা ভালো টিআরপি দেওয়ায় কয়েক বছর পর শেষ হয়, কোনোটা আবার টিআরপির অভাবে মাত্র কয়েক মাস পরেই শেষ করে দেওয়া হয়। তার জায়গা নেয় নতুন ধারাবাহিক (Serial)। নতুনদের জায়গা করে দিতে বিদায় নিতে হয় পুরনোদেরই।

স্টার জলসায় শুরু হয়েছে নতুন সিরিয়াল (Serial)

নতুন সিরিয়াল শুরু আর পুরনো কিছু ধারাবাহিক শেষ হওয়ার কারণে সিরিয়ালের সময়ে কিছু কিছু রদবদল হয়েছে। জি বাংলা এবং স্টার জলসা, দুই চ্যানেলেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক (Serial)। স্টার জলসায় অবশ্য এখন একটি মাত্র সিরিয়াল শুরু হয়েছে। ‘পরশুরাম আজকের নায়ক’ শুরু হয়েছে রাত আটটায়।

সিরিয়াল নিয়ে অব্যাহত জল্পনা: এদিকে ওই স্লটে আগে থেকে থাকা ‘উড়ান’ ধারাবাহিকটি নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। আগে শোনা গিয়েছিল, এই সিরিয়ালটি (Serial) শেষ করে দেওয়া হবে। তবে তারপরেই জানা যায়, এখনি শেষ হচ্ছে না। রাত ১১ টায় পাঠানো হয়েছে এই সিরিয়ালটিকে। তবে গুঞ্জন বলছে, সেখানেও খুব বেশিদিন দেখা যাবে না ধারাবাহিকটিকে।

কী হবে মেগার ভবিষ্যৎ: এখনও নাকি কয়েকটি পর্ব বাকি রয়েছে উড়ানের। মহারাজের অতীতের স্মৃতি আবারো সামনে এসে দাঁড়িয়েছে। শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে। পাশে পায় পূজারিনীকেও। অন্যদিকে সোমনাথ প্রিয়াঙ্কাও ফের নতুন করে ষড়যন্ত্র করছে। আরো কিছুটা গল্প বাকি থাকায় সিরিয়ালের (Serial) স্লট বদল হয়েছে বলে খবর।

আপাতত রাত ১১ টায় দেখা যাচ্ছে ধারাবাহিকটি। তবে তাতেও শেষরক্ষা হবে না। টেলিপাড়ায় গুঞ্জন বলছে, সপ্তাহ কয়েক পরেই ধারাবাহিকটি শেষ হয়ে যেতে পারে। সম্ভবত ২৩ মার্চ শেষ শুটিং হতে পারে এই সিরিয়ালের। যদিও সিরিয়ালের কলাকুশলী বা নির্মাতাদের তরফে এখনো চূড়ান্ত ঘোষণা কিছুই করা হয়নি। সবটাই এখনো রয়েছে জল্পনার স্তরে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর