বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে খেয়াল করলে দেখা যাবে যে, স্টক মার্কেটের অবস্থা কিন্তু বেশ শোচনীয়। তবে বাজারের এই বেহাল দশার মাঝেও বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড (Mutual Fund) অবশ্য আশার আলো দেখাচ্ছে। এই তিন মিউচুয়াল ফান্ডে টাকা ঢেলেই কিন্তু ওই লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা। প্রায় 40 শতাংশ রিটার্ন (Return) মিলেছে এক বছরেই। তালিকায় কোন কোন মিউচুয়াল ফান্ডের নাম উঠেছে সেইটাই এবার দেখে নেওয়া যাক।
এই তিন মিউচুয়াল ফান্ড (Mutual Fund) দিচ্ছে দুর্দান্ত রিটার্ন
১) কোয়ান্টাম স্মল ক্যাপ ফান্ড : বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় প্রথমেই আছে কোয়ান্টাম স্মল ক্যাপ ফান্ড। খুব ভালোভাবে নজর রাখলে দেখা যাবে যে, বিগত পাঁচ বছর ধরেই দুর্দান্ত রিটার্ন দিচ্ছে এই ফান্ডটি। রেগুলার প্ল্যানিংয়ের ক্ষেত্রে এটি বার্ষিক 38.22 শতাংশ রিটার্ন দিয়েছে। পাশাপাশি, বার্ষিক 39.96 শতাংশ রিটার্ন মিলেছে ডিরেক্ট প্ল্যানের ক্ষেত্রেও।
আরও পড়ুন : নতুন মেগা আসতেই “ভোল বদল”! রাতারাতি সিরিয়াল “চেঞ্জ” ৪ তারকার, ওলটপালট সব হিসেব
২) নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড : বেশ কিছু বছর ধরেই নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ডের জনপ্রিয়তা বেড়েই চলেছে। এই মিউচুয়াল ফান্ডটিতে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু হাই রিটার্নের চান্স থাকে। এক বছরের ক্ষেত্রে রিটার্ন হচ্ছে 39.4 শতাংশ (জানুয়ারি 2024 পর্যন্ত) ও তিন বছরের ক্ষেত্রে রিটার্ন মিলেছে 31.37 শতাংশ (জানুয়ারি 2024 পর্যন্ত)।
আরও পড়ুন : জি বাংলার কাছে লাগাতার হার, রাতারাতি “মোড় ঘোরানো” পর্বে বদলে গেল আমূল ট্র্যাক! ঝড় আসছে TRP-তে
৩) মতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ড: মতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ড বেশ কয়েকমাস ধরেই দুর্দান্ত রিটার্ন এনে দিচ্ছে বিনিয়োগকারীদের। বলা বাহুল্য, যারা হাই রিস্ক নিয়েও বেশি রিটার্নের প্রত্যাশা করেন, এই ফান্ড তাদের জন্য খুব ভালো। এই ফান্ডটি মূলত মিডক্যাপ স্টকগুলিতে বিনিয়োগ করে। এক বছরের ক্ষেত্রে রিটার্ন 58.95 শতাংশ।পাশাপাশি তিন ও পাঁচ বছরে রিটার্ন যথাক্রমে 34.51 ও 33.48 শতাংশ।
ভারতীয় মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বাজারে বিনিয়োগের জন্য অনেক অপশন রয়েছে। তবে, আপনাদের কে জানিয়ে রাখি যে, বাংলাহান্ট কাউকে কোন মিউচুয়াল ফান্ডেই বিস্তারিত না জেনে বিনিয়োগ (Investment) করার পরামর্শ দেয় না। মাথায় রাখবেন, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।