বাংলা হান্ট ডেস্কঃ রেশন (Ration) ব্যবস্থার ওপর নির্ভর করে থাকে এদেশের বহু পরিবার। প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে বা কম দামে বেশ কিছু রেশন সামগ্রী প্রদান করা হয়। তা দিয়ে সংসার চলে অনেকের। তবে সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে রেশন কার্ডের (Ration Card) সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণের প্রস্তাব দেওয়া হয়। এরপরেই প্রশ্ন দেখা দেয়, আগামী দিনে কি রেশনে ভর্তুকি চালু করতে চাইছে কেন্দ্র? বন্ধ হয়ে যাবে চাল-গম বিলি? এই আবহে এবার নিজের অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার (Government of West Bengal)।
রেশন কার্ডের (Ration Card) সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের!
গত ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের খাদ্যসচিবরা। সেখানে প্রস্তাব দেওয়া হয়, আধার কার্ডের পর এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করা হোক। এর জন্য নতুন রেশন কার্ড বিলি করার সময় যখন পরিবারের প্রধানের ই-কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে, তখন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও তথ্য নিয়ে নেওয়া হবে।
এরপরেই প্রশ্ন ওঠে, তাহলে কি আগামী দিনে রেশনে চাল-গম দেওয়ার পরিবর্তে সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি পাঠিয়ে দেওয়ার কথা ভাবছে কেন্দ্র? এবার এই নিয়ে কোনও আপত্তি করল না রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানাল, আধারের মাধ্যমেই রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে।
আরও পড়ুনঃ রাজ্যের রিপোর্টে অসন্তুষ্ট! এবার একগুচ্ছ নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?
জানা যাচ্ছে, এই নিয়ে সোমবারই কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবি শঙ্করকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতরের বিশেষ সচিব। এদিকে রাজ্য সরকার (West Bengal Government) নিজের অবস্থান স্পষ্ট করতেই সিঁদুরে মেঘ দেখছে রেশন ডিলার, কৃষকদের সংগঠন। আধারের মাধ্যমে রেশন কার্ড গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জোগাড় করার প্রস্তাব দেওয়ার পর রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছে।
এদিকে সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজ্যের পাঠানো চিঠিতে বলা হয়েছে, রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কের পরিবর্তে ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন (এনপিসিআই) থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে। এই এনপিসিআইয়ের মাধ্যমেই আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়েছিল।
অন্যদিকে রেশন কার্ডের (Ration Card) সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কের প্রস্তাবের প্রেক্ষিতে রাজ্য নিজের অবস্থান স্পষ্ট করার পর এই নিয়ে মুখ খুলেছেন সর্বভারতীয় ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি বলেন, ‘মনে হচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রের অঙ্গুলিহেলনে রাজ্যেরই কয়েকজন শীর্ষস্থানীয় আমলা খাদ্যসাথী প্রকল্প বন্ধের চক্রান্তে নেমেছেন। সেই জন্য কেন্দ্রের প্রস্তাবে আপত্তি না জানিয়ে, উল্টে তাঁরা একধাপ এগিয়ে যাচ্ছেন। এটা হলে খাদ্যসাথী প্রকল্পের মতো চাষিদের থেকে সহায়ক মূল্যে ধান কেনা নিয়েও প্রশ্ন উঠবে’।