সঠিক মূল্যায়ন হবে তো? আংশিক সময়ের শিক্ষকদের হাতে উচ্চ-মাধ্যমিকের খাতা যেতেই উঠছে প্রশ্ন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। দিনের পর দিন নিয়োগের অভাবে কার্যত ভেঙে পড়েছে রাজ্যের শিক্ষা পরিকাঠামো। এবার পর্যাপ্ত শিক্ষক না থাকার প্রভাব পড়তে চলেছে উচ্চ-মাধ্যমিকের (Higher Secondary) মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা দেখার ওপর। জানা যাচ্ছে, রাজ্যের সরকারি  স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় উচ্চ-মাধ্যমিক স্তরের শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক স্তরের শিক্ষকরা তো বটেই,বেশ কিছু বিষয়ের খাতা দেখছেন স্কুলের আংশিক সময়ের শিক্ষকরাও।

আংশিক সময়ের শিক্ষকদের হাতে উচ্চ-মাধ্যমিকের (Higher Secondary) খাতা

উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার খাতা দেখা নিয়ে এই সমস্যার কথা মেনে নিয়েছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদও। প্রশ্ন উঠেছে, আংশিক সময়ের শিক্ষকরা উচ্চ মাধ্যমিকের খাতা দেখলে সেই মূল্যায়ন সঠিক হবে কিনা তা নিয়েও। শিক্ষকদের একাংশের মতে,দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় এই সমস্যা আরও বেড়েছে।

প্রসঙ্গত বছর দু’য়েক আগে থেকেই উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) স্তরে বেশ কিছু নতুন বিষয় চালু করা হয়েছে। তালিকায় রয়েছে কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স-সহ আরও বেশকিছু নতুন বিষয়। তবে সিলেবাসে নতুন বিষয় যোগ হলেও তার জন্য আলাদা করে কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই ওই সমস্ত বিষয়ের পরীক্ষার খাতা দেখতে হচ্ছে আংশিক সময়ের শিক্ষকদের। কিন্তু  প্রশ্ন উঠেছে, একেবারে অন্য বিষয়ের একজন শিক্ষক কি ডেটা সায়েন্স কিংবা কৃত্রিম মেধার মতো বিষয়ের খাতা দেখতে পারবেন?

আরও পড়ুন: বদলে যাচ্ছে নিয়ম! কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্যাক্ট বিষয়ক বিধিতে আসছে বিরাট সংশোধন

প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস’-এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি এপ্রসঙ্গে প্রশ্ন তুলেছেন আংশিক সময়ের শিক্ষকদের যোগ্যতা নিয়ে। তাঁর কথায়, ‘আংশিক সময়ের শিক্ষকেরা সকলেই কি খাতা দেখার যোগ্য? রাজ্যে যদি শিক্ষক নিয়োগ ঠিক মতো হত, তা হলে এই সমস্যা তৈরিই হত না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতার মূল্যায়ন যথাযথ না হলে তার দায় কে নেবে?’ এছাড়াও তিনি  জানিয়েছেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সমস্যার কথা ভেবেই একটি বিশেষ পদ্ধতিতে আংশিক সময়ের শিক্ষক নিয়োগের কথা জানিয়েছে শিক্ষা দফতর। তবে অভিযোগ করা হচ্ছে, বেশির ভাগ স্কুলই নাকি সেই নিয়ম মানে না। তাই ওই সমস্ত শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়।

Higher Secondary

অন্যদিকে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার এই সমস্যার কথা মেনে নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, ‘মূলত নতুন বিষয়গুলিতেই খাতা দেখার শিক্ষকের অভাব বেশি।’ তবে,তিনি জানিয়েছেন মাধ্যমিক স্তরের যে শিক্ষকেরা উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, তাঁদের সেই খাতা দেখার যোগ্যতা আছে। একইসাথে তাঁর সংযোজন, ‘কৃত্রিম মেধা, ডেটা সায়েন্সের মতো নতুন বিষয়গুলির জন্য শিক্ষক নিয়োগ হয়নি। এই নিয়োগ সম্পন্ন হলে উচ্চ-মাধ্যমিকের খাতা আংশিক সময়ের শিক্ষকদের দিয়ে দেখানোর সমস্যার সমাধান হয়ে যাবে।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X