৪৫০ কোটির অর্ডার! বন্দে ভারতের সৌজন্যে রকেটের গতি এই শেয়ারে, কপাল খুলল বিনিয়োগকারীদের

বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত এক্সপ্রেসের হাত ধরে ভারতীয় রেলওয়েতে সূচনা হয়েছে এক নতুন অধ্যায়। পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে যাত্রীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সেমি হাইস্পিড এই ট্রেন। ভারতীয় রেলের লক্ষ্য আগামী দিনে দেশের আরও একাধিক রুটে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরু করা।

ভারতের শেয়ার বাজারে (Share Market-India) এই স্টকের অবস্থা

এবার বন্দে ভারত এক্সপ্রেসে রেল পণ্য সরবরাহের জন্য ৪৫০ কোটি টাকার অর্ডার পেয়ে শেয়ার মার্কেটে (Share Market-India) তাক লাগিয়ে দিল সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। সংস্থার তরফে বিএসই ফাইলিংয়ের মাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, রেলওয়ে পণ্যের সরবরাহ এবং পরিষেবার জন্য একটি দীর্ঘ মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়েছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস লিমিটেড (সিজি) ও কাইনেক্ট রেলওয়ে সলিউশন লিমিটেডের মধ্যে।

আরও পড়ুন : ‘মুসলিমদের আঘাত করার জন্য…’! ‘চ্যাংদোলা’ ইস্যুতে মমতা গর্জে উঠতেই, পাল্টা ‘গিরগিটি’ বললেন শুভেন্দু

চুক্তি অনুযায়ী, সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস লিমিটেড ১০টি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) জন্য প্রায় ৪৫০ কোটি টাকার পণ্য সরবরাহ করবে। ভারতের রেল সেক্টরে গত ৮৬ বছর ধরে দক্ষতার সাথে কাজ করে চলেছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন (CG Power and Industrial Solution)। মূলত ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম ও পাওয়ার সিস্টেম বিভাগে কাজ করে থাকে এই বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং কোম্পানিটি।

আরও পড়ুন : দেবচন্দ্রিমার পর এবার কিরণ, বিষ্ফোরক অভিযোগ সায়ন্তর বিরুদ্ধে! “মোটেই মারধোর…” ক্ষুব্ধ নায়ক

২০২০ সালের নভেম্বর থেকে সিজি মুরুগুপ্পা গ্রুপের অংশ এই কোম্পানি। সিজি মুরুগুপ্পা গ্রুপের (CG Murugappa Group) অধীনস্থ সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনের স্টক মঙ্গলবার ২.৬৩% বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে ৬১২.৫০ টাকায়। এদিন ইন্ট্রাডে সর্বোচ্চ ৬১৩ টাকা এবং সর্বনিম্ন ৫৮৩.০৫ টাকা স্পর্শ করে এই সংস্থার স্টক। বুধবার এই স্টকের কিছুটা পতন ঘটে। সেক্ষেত্রে দাম পৌঁছয় ৬০৮.৪০ টাকায়। সামগ্রিকভাবে দৈনিক পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে বৃদ্ধি ঘটেছে ০.০৪%। গত পাঁচ বছরে ১১৭৯৩.২০% ও গত ১২ মাসে ৩০.৪৭% বৃদ্ধি পেয়েছে সংস্থার শেয়ার মূল্য।

Share Market-India this stock update.

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, এই প্রতিবেদনটি তৈরি হয়েছে উল্লিখিত তথ্যের ভিত্তিতে। শেয়ার মার্কেটে (Share Market-India) বিনিয়োগ সর্বদা ঝুঁকি সাপেক্ষ। শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। কোনও রকম আর্থিক ক্ষতির ক্ষেত্রে বাংলাহান্ট দায়ী থাকবে না।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর