মাত্র ৩ মাসেই এত বড় সিদ্ধান্ত! ‘উড়ান’এর পর এবার কপাল পুড়ল এই সিরিয়ালের, রাতারাতি মুখবদল নায়কের?

বাংলাহান্ট ডেস্ক : টিআরপির অভাবে ধুঁকছে স্টার জলসার সিরিয়ালগুলি (Serial)। কিছু ধারাবাহিক জি বাংলার বিরুদ্ধে এগিয়ে থাকলেও এখনো অধিকাংশ সিরিয়ালই (Serial) টিআরপিতে বেশ পিছিয়ে রয়েছে। জি বাংলা যখন হারানো স্লট ফিরে পেতে নতুন সিরিয়াল (Serial)bনিয়ে আসছে, তখন স্টার জলসার তরফে নেওয়া হচ্ছে একের পর এক বড় সিদ্ধান্ত।

স্টার জলসার সিরিয়ালে (Serial) বড় বদল

সাপ্তাহিক টিআরপি তালিকার দিকে এক ঝলক দেখলেই বোঝা যাবে, প্রাইম টাইমের স্লটগুলিতে জি বাংলার সিরিয়ালগুলির (Serial)bথেকে পিছিয়ে রয়েছে স্টার জলসা। বেঙ্গল টপারের বিপরীতে রাত আটটার স্লট ধরতে নতুন সিরিয়ালও (Serial) নিয়ে এসেছে চ্যানেল। কিন্তু বাকি স্লটগুলির ক্ষেত্রে হতে চলেছে বড়সড় রদবদল।

Is this serial hero changing midway

নতুন চমক এসেছে গল্পে: সম্প্রতি জলসার একটি সিরিয়াল বেশ চর্চায় উঠে এসেছে হঠাৎ করে। সেটি হল ‘গৃহপ্রবেশ’। এমনিতে টিআরপিতে বেশ খানিকটা পেছনে রয়েছে এই ধারাবাহিক (Serial)। তবে সম্প্রতি গল্প বদলেছে এই সিরিয়ালের। দেখানো হয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে খোদ নায়ক আদৃতের। স্বামীকে ছাড়াই সন্তানের জন্ম দিয়েছে শুভলক্ষ্মী। যদিও গল্পে টুইস্ট বলছে, আদৃত আদৌ মারা যায়নি। তাকে এখনো দেখা যাচ্ছে না বটে, তবে নতুন রূপে সে ফিরবে সিরিয়ালে।

আরো পড়ুন : জি বাংলার কাছে লাগাতার হার, রাতারাতি “মোড় ঘোরানো” পর্বে বদলে গেল আমূল ট্র্যাক! ঝড় আসছে TRP-তে

বদলে যাচ্ছে নায়ক: আর এরপরেই টেলিপাড়ায় ছড়িয়ে পড়েছে নয়া গুঞ্জন। গৃহপ্রবেশ এর নায়ক আদৃত ওরফে অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায় নাকি ছেড়ে দিচ্ছেন সিরিয়াল (Serial)। তাঁর বদলে নতুন নায়ক হয়ে এন্ট্রি নিচ্ছেন অপর এক জনপ্রিয় অভিনেতা। সেই কারণেই নাকি এই নতুন ট্র্যাক আনা হয়েছে। গুঞ্জন বলছে, দুর্ঘটনার পর হয়তো অস্ত্রোপচারে নতুন পরিচয় পাবে আদৃত। স্মৃতি হারিয়ে নায়কের নতুন পরিচয়ে ফিরে আসা নতুন ঘটনা নয় টেলিভিশনে। এই সিরিয়ালেও (Serial) হয়তো তেমনটাই হতে চলেছে।

আরো পড়ুন : দেবচন্দ্রিমার পর এবার কিরণ, বিষ্ফোরক অভিযোগ সায়ন্তর বিরুদ্ধে! “মোটেই মারধোর…” ক্ষুব্ধ নায়ক

গুঞ্জন এও বলছে, সুস্মিতের বদলে নতুন আদৃত রূপে সিরিয়ালে ‘গৃহপ্রবেশ’ হতে চলেছে অভিনেতা রাহুল মজুমদারের। এর আগে যাঁকে ‘হরগৌরী পাইস হোটেল’এ দেখা গিয়েছে। তবে সাম্প্রতিক পর্বে আবারো দেখা গিয়েছে আদৃতকে। না নায়কের মুখ বদল হয়নি। সুস্মিতকেই দেখা যাচ্ছে আদৃত চরিত্রে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর