শত্রুদের আর নেই রেহাই! আকাশে আরও শক্তিশালী হচ্ছে ভারত, বায়ুসেনা নিচ্ছে এই বড় পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারত। যার ফলে সামগ্রিকভাবে শক্তি বাড়ছে দেশের। ঠিক এই আবহেই ভারতীয় বিমান বাহিনী (Indian Air Force) আকাশে নিজেদের শক্তি আরও বাড়াতে চায়। সেইজন্যে বিমানবাহিনীর প্রয়োজন ১১৪ টি নতুন ফাইটার প্লেন। এই বিমানগুলি শীঘ্রই মাল্টিরোল ফাইটার জেট (MRFA) প্রোগ্রামের অধীনে কেনা হবে বলেও জানা গিয়েছে। মূলত, বায়ুসেনা ৫ বছরের মধ্যেই প্রথম বিমান মোতায়েন করতে চায়। এদিকে, মোট ৭ টি বিমান এই প্রতিযোগিতায় জড়িত রয়েছে। যার মধ্যে বেশিরভাগ বিমান ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে। তাই নির্বাচন প্রক্রিয়া দ্রুত হবে।

বড় পদক্ষেপ ভারতীয় বায়ুসেনার (Indian Air Force):

বিমান বাহিনী MRFA প্রোগ্রামের অধীনে ১১৪ টি মাল্টি রোল ফাইটার জেট (MRFA) কেনার প্রস্তুতি নিচ্ছে। এজন্য ৭ টি বিমানের ট্রায়াল হবে। ট্রায়ালের পর ৫ বছরের মধ্যে প্রথম বিমান পরিষেবায় আনতে চায় বিমান বাহিনী (Indian Air Force)। যেহেতু বেশিরভাগ বিমান ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে, তাই বাছাই প্রক্রিয়া দ্রুত হবে।

Indian Air Force has taken this big step.

এই বড় চুক্তির জন্য ৭ টি প্রতিযোগী রয়েছে। এর মধ্যে বিমান বাহিনী (Indian Air Force) ইতিমধ্যেই বিভিন্ন পরিস্থিতিতে ৬ টি পরীক্ষা করেছে। শুধুমাত্র বোয়িংয়ের F15 EX বিমানটি নতুন এবং এটির এখনও পরীক্ষা করা বাকি। বাকি ৬ টি প্রতিযোগীর মধ্যে রয়েছে ফ্রান্সের ডাসাল্ট রাফালে, ইউরোপীয় ইউরোফাইটার, সুইডেনের সাব গ্রিপেন, আমেরিকার F 21 এবং F/A 18 সুপার হর্নেট ও রাশিয়ার মিগ 35। যদি এই বিমানগুলির কোনওটিতে নতুন পরিবর্তন করা হয় তবে সেগুলিও পরীক্ষা করা হবে।

আরও পড়ুন: IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে এবার বিরাট চমক, তারকাদের ভিড় কলকাতায়! জানুন বিস্তারিত

নতুন ফাইটার প্লেনের অত্যন্ত প্রয়োজন: আসলে বিমানগুলির মধ্যে এই প্রতিযোগিতা চলছে লক্ষ লক্ষ ডলারের ডিলের জন্য। ভারতের বিমান বাহিনীকে (Indian Air Force) শক্তিশালী করার জন্য এই নতুন ফাইটার এয়ারক্রাফটের খুব প্রয়োজন। MRFA প্রোগ্রামের মাধ্যমে বিমান বাহিনী তার শক্তি বাড়াতে চায়। এই নতুন বিমানগুলি শত্রুপক্ষের বিমান হামলা থেকে রক্ষা করতে এবং প্রয়োজনে আক্রমণ করতে সাহায্য করবে। এমতাবস্থায়, বাছাই প্রক্রিয়া ত্বরান্বিত করে, বিমান বাহিনী যত তাড়াতাড়ি সম্ভব এই অত্যাধুনিক বিমানগুলি পেতে সক্ষম হবে।

আরও পড়ুন: ফের বাজিমাত টাটা গ্রুপের! ২,২৫০ কোটি টাকায় অধিগ্রহণ করল এই কোম্পানি, জানলে হবেন অবাক

ভারত প্রতিরক্ষা খাতে শক্তিশালী হচ্ছে: জানা গিয়েছে, এই বিমানগুলির ক্ষেত্রে যদি কোনও নতুন বৈশিষ্ট্য বা প্রযুক্তি যুক্ত হয়ে থাকে তাহলে সেটিও পরীক্ষা করা হবে। বিমান বাহিনী (Indian Air Force) যাতে সর্বোত্তম ও আধুনিক প্রযুক্তির পেতে পারে সেজন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এমতাবস্থায়, বিশ্বের সেরা ফাইটার প্লেনগুলির এই প্রতিযোগিতায় কোন বিমানটি ভারতীয় বায়ুসেনার প্রয়োজনীয়তা পূরণ করে সেটাই এখন দেখার বিষয় হয়। এই বিমানগুলি শুধু দেশকেই রক্ষা করবে না, পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ভারতের শক্তির প্রতীক হয়ে উঠবে। শুধু তাই নয়, বিমান বাহিনীর এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তায়ও গভীর প্রভাব ফেলবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর