লসের পর লস! চলতি বছরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই শিল্পপতির, নামটা শুনলে চমকে যাবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গত কয়েকমাস ধরে রক্তক্ষরণ অব্যাহত ভারতের শেয়ার বাজারে (India-Share Market)। পাশাপাশি চলতি বছর বিশ্বের তাবড় তাবড় ধনকুবেরদের সাথেই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন একাধিক ভারতীয় শিল্পপতি। সম্প্রতি ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইন্ডেক্সে দেখা গিয়েছে, সম্পদ হ্রাসের ক্ষেত্রে ভারতীয় শিল্পপতিদের মধ্যে শীর্ষে রয়েছেন আদানি কর্ণধার গৌতম আদানি।

ভারতের শেয়ার বাজারে (India-Share Market) বেশি লস এই ব্যবসায়ীর

মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, চলতি বছর যে যে ভারতীয় শিল্পপতি সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের মধ্যে রয়েছেন রবি জয়পুরিয়া, কে পি সিং, মঙ্গল প্রভাত লোধা, গৌতম আদানি, শিব নাদার এবং দিলীপ সাংভি। রিপোর্ট বলছে, ‘শতাংশের নিরিখে’ চলতি বছর ভারতের (India) সবথেকে ক্ষতিগ্রস্থ শিল্পপতি (Industrialist) হলেন রবি জয়পুরিয়া।

আরও পড়ুন : সদ্য শেষ হয়েছে সিরিয়াল, আবারও জি-তেই ফিরছেন “বেঙ্গল টপার” নায়িকা! প্রকাশ্যে ধামাকা প্রোমো

খাদ্য ও পানীয়, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ খাতের সাথে যুক্ত রবি জয়পুরিয়া প্রতিষ্ঠিত আরজে কর্পোরেশন। মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, চলতি বছর ২৬ শতাংশ হ্রাস পেয়েছে রবি জয়পুরিয়ার সম্পদ। ১৭.৬ বিলিয়ন ডলার থেকে আরজে কর্পোরেশনের প্রতিষ্ঠাতার মোট সম্পদের পরিমাণ নেমে এসেছে ১৩.১ বিলিয়ন ডলারে।

আরও পড়ুন : বয়স সবে ২০ পেরিয়েছে, সুকান্তর সঙ্গে “লিপলক”এর পর এবার বিকিনি! বাগদান সেরেই ট্রোলড ‘সঞ্জনা’ অনন্যা

‘শতাংশের নিরিখে’ সবচেয়ে ক্ষতিগ্রস্থ ভারতীয় শিল্পপতির তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ডিএলএফের কেপি সিং এবং ম্যাক্রোটেক ডেভেলপার্সের মঙ্গল প্রভাত লোধার। চলতি বছর প্রায় ২৫% হ্রাস পেয়ে কেপি সিংয়ের মোট সম্পদের পরিমাণ এসে পৌঁছেছে ১৩.৬ বিলিয়ন ডলারে। অন্যদিকে, চলতি বছর ২১% হ্রাস পেয়ে মঙ্গল প্রভাত লোধার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯.৮ বিলিয়ন ডলারে।

 industrialist loss in India-Share Market

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিসহ চলতি বছর লক্ষণীয়ভাবে বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা দিলীপ সাংভি, ডিমার্টের রাধাকিষাণ দামানি, জাইডাস লাইফসায়েন্সেসের চেয়ারম্যান পঙ্কজ প্যাটেল, শাপুর মিস্ত্রি অ্যান্ড ফ্যামিলি এবং ও পি জিন্দাল গ্রুপের প্রধান সাবিত্রী জিন্দালও।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X