বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বসন্তের ভরপুর আমেজ। এদিকে উত্তরবঙ্গে চলছে ঝড়-বৃষ্টির তোলপাড়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত আর কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল-সন্ধেয় ঠান্ডার আমেজ বজায় থাকবে। তবে দোলের সময় থেকেই আরও চড়তে শুরু করবে পারদ। দোলের দিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে রাজ্যে। সব মিলিয়ে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? রইল আপডেট (Weather Update)।
ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের খবর, দোলের আগেই লাফিয়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দোলের পর থেকে দক্ষিণবঙ্গে শীতের আমেজ উধাও হবে। (South Bengal Weather) জেলাগুলিতে একধাক্কায় চড়বে পারদ। রীতিমতো গরমের অনুভূতি মিলবে।
দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা-South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হবে না। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে। দোলের পরই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির গণ্ডি পার করতে পারে বলে অনুমান আবহাওয়া অফিসের।
আরও পড়ুন: সদ্য শেষ হয়েছে সিরিয়াল, আবারও জি-তেই ফিরছেন “বেঙ্গল টপার” নায়িকা! প্রকাশ্যে ধামাকা প্রোমো
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু ভিন্ন। উত্তরবঙ্গে (North Bengal Weather) ঝড়-বৃষ্টির ডবল ডোজ চলছে। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ সোজা উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে শুরু করে শনিবার পর্যন্ত।