বাংলার জন্য সুখবর! অবিলম্বে ‘বকেয়া’ টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ সংসদে

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি প্রকল্পে বাংলার (West Bengal) প্রতি বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য ইতিপূর্বে একাধিকবার দিল্লিতে দরবার করতে দেখা গিয়েছে তৃণমূলের শীর্ষ নেতাদের। অবশেষে বাংলার দিকে মুখ তুলে তাকাচ্ছে কেন্দ্রের মোদী সরকার? সেকথা জানা না গেলেও আশার খবর এই যে,এবার বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ করেছে সংসদের গ্রামোন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি।

পশ্চিমবঙ্গকে (West Bengal) অবিলম্বে বরাদ্দ টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ সংসদে

১০০ দিনের কাজ সহ পশ্চিমবঙ্গে (West Bengal) সে সমস্ত সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ বকেয়া রয়েছে, সেই সব টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। একইসাথে উল্লেখ করা হয়েছে, যে অর্থবর্ষ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে, সেই বছর বাদে বাকি বছরের টাকা দ্রুত দেওয়া হোক।

জানা যাচ্ছে,ওই কমিটিতে তৃণমূলের যে সব সদস্যরা রয়েছেন, তাঁরা আগেই সমস্ত তথ্য সহ একটি রিপোর্ট পেশ করেছেন। ওই কমিটিকে বোঝানো হয় পশ্চিমবঙ্গকে (West Bengal) কীভাবে বঞ্চনা করা হচ্ছে। ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে ওই বকেয়ার জেরেই নাকি রাজ্যের গ্রামোন্নয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। যার ফলে ধাক্কা খাচ্ছে রাজ্যের গ্রামীণ অর্থনীতি।

আরও পড়ুন: নিজের পাড়ায় বসেই দেখুন দিঘায় মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠার দৃশ্য! বড় সিদ্ধান্ত মমতার

রিপোর্টে আরও জানানো হয়েছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। সেই রিপোর্টের ভিত্তিতে এবার বাংলার জন্য বরাদ্দ টাকা দিয়ে দেওয়ার সুপারিশ করেছে স্ট্যান্ডিং কমিটি। এখানে বলে রাখা ভালো, স্ট্যান্ডিং কমিটির সুপারিশ মানতে বাধ্য নয়। তবে এখন দেখার সুপারিশের পর কেন্দ্র কী পদক্ষেপ করে। প্রসঙ্গত, কেন্দ্র যদিও  বাংলার প্রতি বঞ্চনার ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে বারবারই।

Allegation against Government employees complaint to Government of West Bengal Nabanna

প্রসঙ্গত দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পে টাকা না দেওয়ায় ইতিমধ্যেই নিজস্ব কোষাগার থেকে টাকা দিয়ে বেশ কিছু সরকারি প্রকল্প চালু রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়। যার মধ্যে অন্যতম একশো দিনের কাজের মজুরির টাকা এবং আবাস যোজনা প্রকল্পে পাকা বাড়ি তৈরির টাকা। এই প্রকল্পে গত বছরের শেষের দিক থেকেই প্রথম কিস্তির টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার খুব তাড়াতাড়ি দেওয়া হবে দিত্বিয় কিস্তির টাকাও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর