বাংলাহান্ট ডেস্ক : বিষয়ভিত্তিক কিউএস র্যাঙ্কিং তালিকায় এবার ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাজিমাত করেছে। বুধবার বিষয়ভিত্তিক কিউএস র্যাঙ্কিংয়ের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে প্রথম ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জায়গা পেয়েছে ভারতের (India) ৯টি প্রতিষ্ঠান। আইআইটি দিল্লি থেকে জেএনইউ, ভারতের একাধিক নামি শিক্ষা প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে এই তালিকায়।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের (India) একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান
তবে বিষয়ভিত্তিক কিউএস র্যাঙ্কিং (QS Ranking) তালিকায় আমেরিকার (United States of America) একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য রীতিমত চোখে পড়ার মতো। তালিকা অনুযায়ী, ৩২৪৫টি র্যাঙ্কিংয়ে রয়েছে আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠান। হার্ভার্ড বা ম্যাসাচুসেটসের মতো বিশ্ববন্দিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ৫৫টির মধ্যে সেরার সেরা শিরোপা দখল করে নিয়েছে ৩২টি বিষয়ে।
আরও পড়ুন : উঠেছিল গুরুতর অভিযোগ! উল্টে পুলিশকেই ‘গ্রিন সিগন্যাল’ দিয়ে দিল হাইকোর্ট! কোন মামলায়?
কিউএস র্যাঙ্কিংয়ে গতবার ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি (Indian Institutions) জায়গা পেয়েছিল ৫২৩ বার। চলতি বছরের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ক্রমতালিকায় ৫৩৩ বার জায়গা পেয়েছে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি। ক্রমতালিকায় ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইনস ভারতের মধ্যে সবথেকে সেরা র্যাঙ্কিং পেয়েছে।
আরও পড়ুন : ৫০ জন সাধারণ মানুষকে উন্নতমানের শ্রবণযন্ত্র! নিখরচায় চিকিৎসা পরিষেবায় নয়া নজির অভিষেকের সেবাশ্রয়ের
মিনারেল ইঞ্জিনিয়ারিং এবং মাইনিং বিষয়ের নিরিখে ধানবাদের এই প্রতিষ্ঠানটি গোটা বিশ্বে ২০ তম স্থানে জায়গা করে নিয়েছে। এই বিষয়ের ক্রমতালিকায় ২৮ তম র্যাঙ্কিংয়ে রয়েছে আইআইটি বম্বের নাম। তালিকার ৪৫ তম স্থানে জায়গা পেয়েছে বাংলার আইআইটি খড়গপুর। ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিষয়ের ক্ষেত্রে ক্রমতালিকায় আইআইটি দিল্লি এবং আইআইটি বম্বে দখল করেছে যথাক্রমে ২৬ এবং ২৮ নম্বর স্থান।
অন্যদিকে, বিজনেস এবং ম্যানেজমেন্ট স্টাডিজের ক্রমতালিকায় আইআইএম আহমেদাবাদ এবং আইআইএম বেঙ্গালুরু পেয়েছে যথাক্রমে ২৭ এবং ৪০ নম্বর র্যাঙ্ক। দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় তালিকার সেরা পঞ্চাশে জায়গা করে নিয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজের জন্য। একই সাথে বিশ্বের সেরা ৫০ বিষয়ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান তালিকায় পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জায়গা পেয়েছে আইআইটি মাদ্রাজও।
আর্টস এবং হিউম্যানিটিজ বিষয়ের নিরিখে ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কৃতিত্ব অর্জন করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। ভারতের (India) এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি রয়েছে তালিকার ১৬০ নম্বরে। পাশাপাশি, ৪০১-৫০০ ক্রমতালিকার মধ্যে রয়েছে বাংলার (West Bengal) দুই শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নামও।