কনফার্ম খবর! আসছে এক নতুন ট্রেন, স্পিড ৪৫০ কিমি! এই দেশের প্ল্যানিং দেখে হতবাক বিশ্ব

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে তাল মিলিয়ে উন্নত হয়েছে বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেরই রেল যোগাযোগ ব্যবস্থা। আর সফর দূরের হোক কিংবা কাছের, সস্তার এবং আরামদায়ক জার্নির জন্য আমজনতার পছন্দের তালিকায় সবসময়েই প্রথমে থাকে ট্রেন (Train)। তাই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশেই যাত্রীদের সুবিধার্থে রেল ব্যবস্থায় নানান বদল আসছে।

আসছে এক নতুন ট্রেন (Train)

গোটা বিশ্বকে চমকে দিয়ে এবার ঘন্টায় ৪৫০ কিলোমিটার গতিবেগের সুপার হাই স্পিড ট্রেন আনতে চলেছে এই দেশ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, খুব শীঘ্রই রেলওয়ে ট্র্যাকে এমন একটি ট্রেন চলাচল শুরু করবে যার গতিবেগ হবে ঘন্টায় প্রায় ৪০০ কিলোমিটার বা ২৫০ মাইল। এমনকি সুপার হাই স্পিড এই ট্রেনের সর্বশেষ গতি উঠতে পারে ঘন্টায় ৪৫০ কিলোমিটার বা ২৮০ মাইলেও।

আরও পড়ুন : দোলের মুখে খুশির খবর! বাড়ল মজুরি, বিরাট তথ্য দিলেন রাজ্যের মন্ত্রী

জানা যাচ্ছে, এই ট্রেনে (Train) ব্যবহৃত অত্যাধুনিক কিছু প্রযুক্তি ট্রেনটিকে আরও গতিময় করে তুলতে সাহায্য করবে। ট্রেনের উচ্চ গতিবেগে যাত্রীদের সুরক্ষার বিষয়টি নিয়ে কোনও খামতি যাতে না থাকে সেদিকেও দেওয়া হচ্ছে বিশেষ নজর। সূত্রের খবর, ট্রেনের ডিজাইনের ক্ষেত্রেও দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।

আরও পড়ুন : দলবদলের ‘পুরস্কার’! BJP ছেড়ে তৃণমূলে আসতেই বড় দায়িত্ব পেলেন তাপসী মণ্ডল

কার্বন ফাইবার দিয়ে তৈরি হবে ট্রেনের (Train) বডি। তারসাথে থাকবে অ্যালুমিনিয়মের ব্যবহার। অন্যান্য ট্রেনের তুলনায় এই অত্যাধুনিক ট্রেনের বডি হবে ১০% পর্যন্ত হালকা। সেই কারণে আরও দ্রুত গতিবেগে ছুটতে পারবে এই ট্রেন। ফুয়েল এফিসিয়েন্সির বিষয়টি মাথায় রেখে বিশেষভাবে নির্মাণ করা হচ্ছে এই ট্রেনের ইঞ্জিন।

দাবি করা হচ্ছে, অন্যান্য ট্রেনের তুলনায় নয়া এই ট্রেনের ইঞ্জিন ২০% পর্যন্ত কম ফুয়েল ব্যবহার করবে। তাই বেশ কিছুটা সাশ্রয়ের সাথেই পরিচালনা করা যাবে উচ্চগতির এই ট্রেন। তবে, আপনাদের কে জানিয়ে রাখি যে ট্রেনটি কিন্তু ভারতে নয়, চিনে তৈরি হচ্ছে।রেলওয়ে এই সুপার হাই স্পিড ট্রেন নির্মাণ করবে সিআর৪৫০ ড্রাইভে।

This train speed 450 km per hour

তবে কবে থেকে বাণিজ্যিকভাবে এই ট্রেনের (Train) চলাচল শুরু হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি কর্তৃপক্ষের তরফে। তবে অনুমান করা হচ্ছে, চিনের (China) রেলপথে খুব শীঘ্রই দৌড়াবে সুপার হাই স্পিড এই ট্রেন। যদিও উচ্চগতির এই ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অনেকের মনেই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর