বয়স অনেকটা বেড়ে গেছে? চিন্তা নেই, এই ফর্মুলায় SIP করলে হয়ে যাবেন কোটিপতি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় ছিল যখন ভারতের সাধারণ বিনিয়োগকারীদের ভরসার প্রধান মাধ্যম ছিল ব্যাংক বা পোস্ট অফিস। তবে সময়ের সাথে তাল মিলিয়ে বদলেছে বিনিয়োগ মাধ্যম। আজকাল অনেকেই দীর্ঘমেয়াদী বিনিয়োগ মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন মিউচুয়াল ফান্ড SIP (Systematic Investment Plan)। প্রতি মাসে সামান্য কিছু অর্থের বিনিময়ে SIP করে আপনিও হয়ে উঠতে পারেন কোটিপতি।

SIP-তে (Systematic Investment Plan) অত্যন্ত কার্যকরী  ৪০x২০x৫০ ফর্মুলা:

অনেকেই ভাবেন SIP-তে ভালো রিটার্ন পেতে গেলে কম বয়সেই শুরু করে দিতে হয় বিনিয়োগ। তবে আর্থিক বিশেষজ্ঞদের কথায়, বিনিয়োগ শুরুর কোনও বয়স হয় না। বিশেষত যারা SIP-তে একটু বেশি বয়সে বিনিয়োগ শুরু করতে চাইছেন তাদের জন্য রয়েছে ৪০x২০x৫০ ফর্মুলা। এই সূত্র মেনে চললে ৪০ বছর বয়সেও SIP (Systematic Investment Plan) শুরু করলে তৈরি করে ফেলতে পারেন কোটি টাকার তহবিল।

আরও পড়ুন : নতুন সিরিয়াল শুরু হতেই TRP-তে ওলটপালট! ফুলকি-পরিণীতাদের কী হাল? রইল সম্পূর্ণ তালিকা

৪০x২০x৫০ সূত্রে ৪০ হল বয়স, ২০ হল বিনিয়োগের সময়কাল ও ৫০ হল প্রতি মাসে ৫০০০০ টাকার বিনিয়োগ। সোজা কথায়, ৪০ বছর বয়সে SIP শুরু করলে ২০ বছর পর্যন্ত মেয়াদে প্রতিমাসে ৫০ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে বিনিয়োগকারীকে। কোনও ব্যক্তি ৪০ বছর বয়সে SIP শুরু করে ৬০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করে গেলে, তিনি সহজেই তৈরি করে ফেলতে পারেন ৫ কোটি টাকারও বেশি একটি কর্পাস।

Systematic Investment Plan formula

সহজেই তৈরি হবে কোটি টাকার তহবিল:

যদি বিনিয়োগকারী বার্ষিক গড় ১২ শতাংশ হারে রিটার্ন পান, তাহলে মাত্র ২০ বছর সময়কালে সহজেই তৈরি করে ফেলতে পারেন ৫ কোটি টাকার তহবিল। আবার গড়ে বার্ষিক ১৪ শতাংশ হারে রিটার্ন এলে তৈরি হয়ে যেতে পারে ৬.৫ কোটির তহবিল।

আরও পড়ুন : কনফার্ম খবর! আসছে এক নতুন ট্রেন, স্পিড ৪৫০ কিমি! এই দেশের প্ল্যানিং দেখে হতবাক বিশ্ব

কেন সবার থেকে আলাদা SIP (Systematic Investment Plan):

দীর্ঘমেয়াদী বিনিয়োগ মাধ্যমে হিসেবে বিনিয়োগকারীদের কাছে বর্তমানে ভরসার অন্যতম বড় মাধ্যম SIP। শেয়ার মার্কেটের উত্থান-পতন সত্বেও দীর্ঘমেয়াদে খরচের ভারসাম্য বজায় রাখতে পারা এসআইপির অন্যতম বড় বৈশিষ্ট্য। পাশাপাশি চক্রবৃদ্ধির সুবিধা থাকায় প্রাপ্ত সুদের উপরও অর্জন করা যায় সুদ। তাই সহজেই বেড়ে যায় তহবিলের পরিমাণ।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X