শনিতেই মেগা বৈঠক অভিষেকের! আমন্ত্রিত কারা? সামনে বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে সরগরম বাংলা। ইতিমধ্যেই ‘ভূতুড়ে ভোটার’ চিহ্নিত করতে একটি কমিটি গড়ে দিয়েছেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই কমিটির অন্যতম সদস্য হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি।

শনিতেই মেগা বৈঠক অভিষেকের (Abhishek Banerjee)!

সম্প্রতি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সমাবেশ আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চ থেকে ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে সুর চড়ান মমতা। দাবি করেন, ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে ছাব্বিশের বিধানসভা ভোটে জয়লাভের চেষ্টা করছে বিজেপি। নির্বাচন কমিশনের ‘আশীর্বাদে’ গেরুয়া শিবিরের নেতারা এই কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি।

এরপরেই ‘ভূতুড়ে ভোটার’ চিহ্নিত করতে একটি কমিটি তৈরি করে দেন মমতা। সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ কমিটিতে রয়েছে তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব। গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে এই কমিটির প্রথম বৈঠক বসেছিল। অন্য কাজে ব্যস্ত থাকার দরুন সেখানে অনুপস্থিত ছিলেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক।

আরও পড়ুনঃ মতুয়া উৎসবের অনুমতি বাতিল করল কলকাতা হাইকোর্ট! হঠাৎ কী হল? তোলপাড় বাংলা

এরপরেই জানা যায়, ১৫ মার্চ ভোটার তালিকা কমিটিকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন তৃণমূল (TMC) সেনাপতি। পরে দিনবদলের খবর সামনে আসে। জানা যায়, ১৫ মার্চের পরিবর্তে ১৬ তারিখ এই বৈঠক হবে। যদিও এরপর নির্দেশিকা জারি করে জানানো হয়, আগামী ১৫ মার্চই এই বৈঠক বসছে।

abhishek banerjee 1

‘ভূতুড়ে ভোটার’ তালিকা নিয়ে অভিষেকের এই মেগা বৈঠকে কেবলমাত্র কোর কমিটির সদস্যরা নন, তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা যাচ্ছে, এই বৈঠকে আমন্ত্রিত সাংসদ, বিধায়ক থেকে জেলা সভাপতি, পুরসভার চেয়ারম্যান প্রত্যেকে।

দলীয় সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী শনিবার আয়োজিত হতে চলা এই বৈঠকে তৃণমূলের রাজ্য কমিটির সদস্য, বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি, পুরপিতা, পুরসভার চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত থাকবেন। অভিষেকের (Abhishek Banerjee) এই বৈঠকে কোর কমিটির সদস্যের পাশাপাশি জেলা তৃণমূল সভাপতি, চেয়ারম্যান ও শাখা সংগঠনের প্রধানদের অংশ নেওয়ার কথা ছিল। তবে এখন জানা যাচ্ছে, তৃণমূলের সর্ব স্তরের নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত থাকবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর