বাংলার ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে উপকৃত প্রায় ৯ কোটি, কোন রোগে কত প্যাকেজ? জেনে নিন

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষা থেকে স্বাস্থ্য ও রাজ্যবাসীর (Government Of West Bengal) জন্য একাধিক জনমোহিনী সরকারি প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবাকে বরাবরই অগ্রাধিকার দিয়ে এসেছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে চালু থাকা এমনই একটি জনপ্রিয় সরকারি প্রকল্প হল, ‘স্বাস্থ্য সাথী’।  রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে বিনা খরচে সরকারি এবং এই প্রকল্পের আওতাভুক্ত সমস্ত বেসরকারি হাসপাতাল থেকে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।

বিশ্বের দরবারে প্র্রশংসিত বাংলার (Government Of West Bengal) ‘স্বাস্থ্যসাথী’

শুরু থেকেই  স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত এই প্রকল্পের যাবতীয়  খরচ বহন করে রাজ্য সরকার (Government Of West Bengal)। যার ফলে স্বাস্থ্য সুরক্ষার দিক থেকে রাজ্যবাসী এখন অনেকটাই চিন্তামুক্ত হয়েছেন। ওয়াকিবহল মহলের দাবি প্রকল্পটি রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রসঙ্গত বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক সুকান্ত কুমার পালের প্রশ্নের জবাবে তথ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরেছিলেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পে নথিভুক্ত রয়েছে মোট ৮ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৬০৭ জনের নাম। জানা যাচ্ছে,২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পে রাজ্য সরকার মোট ২৬৯৪ কোটি ৬৪ লক্ষ ৯ হাজার ৬৩১ টাকা খরচ করেছে।

প্রসঙ্গত, স্বাস্থ্যসাথী কার্ডে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা সুযোগ পাওয়া যায়। এই কার্ড দেখিয়ে রোগীরা হাসপাতালে বিনামূল্যের চিকিৎসা পরিষেবা পান। হাসপাতালে তাদের কোনো টাকা দিতে হয় না। পরে সরকারের তরফে সেই বিল মিটিয়ে দেওয়া হয়। তবে এখানে বলে রাখা ভালো, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালেই পাওয়া যায়। আউটডোরে এই পরিষেবা পাওয়া যায় না।

সরকারি এই প্রকল্প নিয়েও একাধিক অভিযোগ উঠেছে। তারপর এই প্রকল্পেও কড়াকড়ি এনেছে রাজ্য সরকার (Government Of West Bengal)। সেই নিয়ম অনুযায়ী, কোনও রোগীকে যে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হবে তিনি শুধু তার জন্যই টাকা পাবেন। শুধু তাই নয় হাসপাতালে ভর্তির পর যদি ওই  রোগীর অন্য কোনও রোগ ধরা পড়ে, তাহলে তার জন্য কোনো অর্থ  বরাদ্দ করা হবে। শুধু ভর্তির টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: ‘‌বেসরকারি রুটে সরকারি বাস পরিষেবা নয়!’‌ বিরাট ঘোষণা পরিবহণ মন্ত্রীর

সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, বর্তমানে মোট ২৯১৪টি সরকারি ও বেসরকারি হাসপাতালের নাম নথিভুক্ত রয়েছে স্বাস্থ্যসাথীর অধীনে। তবে, এমন একাধিক জায়গা আছে যেখানে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও পরিষেবা না পাওয়ার অভিযোগ উঠছে। সেই অভিযোগের সমাধান সূত্র হিসাবে, রাজ্যের (Government Of West Bengal) মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ডে একটি নির্দিষ্ট হেল্পলাইন নম্বর আছে। ওই নম্বরে ফোন করেই ২৪ ঘন্টা অভিযোগ জানানো যায়। একইসাথে এদিন তিনি জানিয়েছেন কোনও নথিভুক্ত বেসরকারি হাসপাতাল যদি পরিষেবা দিতে অস্বীকার করে, তাহলে এই নম্বরে ফোন করলেই দ্রুত ব্যবস্থা নেবে সরকার।

Mamata Banerjee Swasthya Sathi Card
কোন রোগের জন্য কত টাকা প্যাকেজ?

বর্তমানে রাজ্য সরকারের (Government Of West Bengal) এই স্বাস্থ্যসাথী প্রকল্পে কত টাকা প্যাকেজ পাওয়া যায়? তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল লক্ষ্য করা যায়। অনেকেই জানতে চান কোন রোগের জন্য কত টাকা প্যাকেজ মিলবে তা কীভাবে জানা যাবে? তার জন্য রয়েছে একটি সহজ পদ্ধতি।

প্রথমে স্বাস্থ্য সাথীর সরকারি পোর্টালে https://swasthyasathi.gov.in/- এ ক্লিক করতে হবে।

তারপর পেজের ডানদিকে ‘Latest Blog’ এর মধ্যে থেকে ‘View All’ অপশনে যেতে হবে।

পরবর্তী ধাপে ‘Lates Blog’ নামের অন্য একটি পেজ খুলবে।

ওই পেজের বাঁদিকে ‘Package Details’ এ ক্লিক করতে হবে।

পরের পেজে ‘Grade’ ও ‘Procedure’ এ রোগের ধরন ও চিকিৎসা পদ্ধতি সিলেক্ট করতে হবে।

এরপর যে রোগ সম্পর্কে জানতে চাওয়া হবে সেই অনুযায়ী প্যাকেজ সম্পর্কে বিস্তারিত তথ্য় জানা যাবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর