বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপোড়েন চলছেই। একদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA) দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ, ওদিকে ডিএ সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে। চলতি মাসেই সেই মামলার শুনানির সম্ভাবনা। এরই মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধি পেল জম্মু ও কাশ্মীরে।
কতটা বাড়ল ডিএ? Dearness Allowance
বৃহস্পতিবার অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বাড়ানো হচ্ছে। সাত শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। একই সাথে আট মাসের এরিয়ার বা বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথাও জানিয়েছে অর্থ দফতর। যে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন তাদের জন্য এই ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, এতদিন ২৩৯ শতাংশ হারে ডিএ পেতেন এই সরকারি কর্মীরা। এবার তা বেড়ে ২৪৬ শতাংশ হতে চলেছে। ২০২৪ সালের জুলাই থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে যে বকেয়া ডিএ আছে, তা মিটিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ দফতর।
জানানো হয়েছে, মার্চ মাসেই নগদে আট মাসের বকেয়া ডিএ দেওয়া হবে। পাশাপাশি মার্চের বেতনে যুক্ত থাকবে বর্ধিত ডিএ। জম্মু ও কাশ্মীর সরকারের এই ঘোষণায় খুশি সংশ্লিষ্ট কর্মীরা। তবে কেন্দ্রীয় সরকার এখনও ডিএ বৃদ্ধির কোনও ঘোষণা করেনি। যা নিয়ে কিছুটা হতাশ কেন্দ্রের সরকারি কর্মীরা।
আরও পড়ুন: কেন্দ্রের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল! রাজ্যকে বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট, কোন মামলায়?
একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল দোলের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়ানো হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার ডিএ নিয়ে এখনও কোনো খুশির খবর দিতে পারেনি।