‘দুধেল গাইয়ের দুধ খাচ্ছেন মমতা আর লাথি খেতে হচ্ছে হিন্দুদের’, ‘মুসলিম তোষণ’ নিয়ে তোপ সুকান্তর

বাংলা হান্ট ডেস্কঃ দোলের উৎসবেও ছাড় নেই। রাজনৈতিক আক্রমণ অব্যাহত। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সুকান্তর কথায়, “মুসলিমরা একজোট হয়ে ওনাকে ঢেলে ভোট দিচ্ছে। তাই মুসলিম তোষণ চলছে।”

মমতাকে তোপ সুকান্তর-Sukanta Majumdar

রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অভিযোগ, এবার দোল শুক্রবার পড়ায় সকাল ১০টার মধ্যে রং খেলা সেরে ফেলতে হবে বলে বিভিন্ন জায়গায় হুলিয়া জারি করেছে রাজ্য পুলিশ। নেপথ্যে মুসলিমদের তোষণ করা। খোদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনও নাকি এমন হুলিয়া জারি হয়েছে। যা বিরল। এই ইসুতেই মমতাকে আক্রমণ করেছেন গেরুয়া সাংসদ।

এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুকান্ত বলেন, ‘এই সরকার তোষণের রাজনীতি করছে। তবে এটা প্রথমবার করছে এমন না। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করে চলেছেন। তিনি জানেন গোঁড়া মুসলিম ভোট ব্যাঙ্ক, যাদের সঙ্গে জামাতের যোগাযোগ রয়েছে, বাংলাদেশের বহু সংগঠন যারা এপারেও স্লিপার সেলের মতো কাজ করে, ভোটে তারাই ওনাকে সাহায্য করে।’

সুকান্তর তোপ, ‘মুসলিমরা একজোট হয়ে ওনাকে ভোট দিচ্ছে। তাই মুসলিম তোষণ চলছে।’ এখানেই থেমে থাকেননি সুকান্ত। তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও ভালো। সমস্যা হল উনি খাচ্ছেন দুধ আর লাথি খেতে হচ্ছে বাংলার হিন্দুদের।’

Sukanta Majumder

আরও পড়ুন: দোলেই এল সুখবর! আচমকা DA বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার, কত শতাংশ? জারি বিজ্ঞপ্তি

রাজ্যের হিন্দুদের সাড়ম্বরে হোলি পালন করার আবেদন জানিয়েছেন সুকান্তবাবু। হিন্দুদের উদ্দেশে তার বার্তা, যেখানে যেখানে এই পুলিশ বাধা দেবে সেখানে সেখানে আমরা সবাই একসঙ্গে একজোট হয়ে লড়াই করব।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর