অভিষেকের মেগা বৈঠকে ডাক পেল না ওয়েবকুপা! কারণ কি যাদবপুর? জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Assembly Elections)। ইতিমধ্যেই এই নিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল (Trinamool Congress), বিজেপি। বর্তমানে রাজ্য রাজনীতির অন্যতম ‘জ্বলন্ত’ ইস্যু হচ্ছে ভূতুড়ে ভোটার। আগামীকাল এই নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার সেই মেগা বৈঠক নিয়েই সামনে আসছে বড় খবর।

অভিষেকের (Abhishek Banerjee) মেগা বৈঠকে কেন ব্রাত্য ওয়েবকুপা?

গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোরে আয়োজিত তৃণমূলের মেগা সমাবেশ থেকে ভূতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে গড়ে দেন একটি কমিটি। সম্প্রতি তৃণমূল ভবনে এই কমিটির প্রথম বৈঠক বসেছিল। তবে সেদিন অন্য কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি অভিষেক। শনিবার তৃণমূল সেনাপতির নেতৃত্বে ওই একই বিষয়ে একটি ভার্চুয়াল বৈঠক আয়োজিত হতে চলেছে।

এবার শোনা যাচ্ছে, অভিষেকের (Abhishek Banerjee) এই বৈঠকে বাকি সকলে ডাক পেলেও, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওয়েবকুপার সদস্যরা ডাক পাননি! এই নিয়ে তৃণমূলের অন্দরেই জোর জল্পনা শুরু হয়েছে বলে খবর। তবে এখনও অবধি প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি। তবে সংবাদমাধ্যমের হাতে আসা তথ্য বলছে, পরবর্তীতে অভিষেক নিজেই হয়তো ওয়েবকুপাকে বৈঠকে না ডাকার আনুষ্ঠানিক কারণ জানিয়ে দিতে পারেন।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি! শোভনকে বড় নির্দেশ দিয়ে দিল শীর্ষ আদালত! ডিভোর্স মামলায় নয়া মোড়

সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১ মার্চ ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই নিয়ে দলের অনেকে ব্রাত্যর পাশে দাঁড়ালেও অভিষেক সেভাবে মুখ খোলেননি। বরং গোটা ঘটনা থেকে একপ্রকার দূরত্ব বজায় রেখেছেন তৃণমূল সেনাপতি।

abhishek banerjee

সংশ্লিষ্ট মহলের একটি অংশের দাবি, ওয়েবকুপার (WBCUPA) বার্ষিক সম্মেলন যাদবপুরে আয়োজিত হলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এমনটা আগে থেকেই বোঝা যাচ্ছিল বলে মনে করেন অভিষেক। ওয়েবকুপার নেতৃত্বও নিশ্চয়ই এমন আভাস পেয়েছিল। তা সত্ত্বেও কেন যাদবপুর ক্যাম্পাসে ওই সম্মেলন আয়োজিত হল? সেটাই অভিষেকের প্রশ্ন বলে দাবি সংশ্লিষ্ট মহলের একাংশের।

তাঁদের বক্তব্য, যাদবপুরে না হয়ে, ওই সভা অন্যত্র হলে এমন বিশৃঙ্খলা হতো না। কিন্তু এমনটা না করে ওয়েবকুপা নেতৃত্ব আসলে বিরোধীদের হাতে একটি রাজনৈতিক ইস্যু তুলে দিয়েছে। অনুমান করা হচ্ছে, এই জন্যই অভিষেকের (Abhishek Banerjee) মেগা বৈঠকে ওয়েবকুপাকে ডাকা হয়নি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর