বাংলা হান্ট ডেস্কঃ ফের বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোনাঝুরিতে দোলে নিষেধাজ্ঞা নিয়ে এবার সুর চড়ালেন তিনি। বন দফতরকে বেনজির আক্রমণ শানালেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ। তিনি বলেন, ‘উৎসবে বাধা দিলে উল্টো করে ঝোলানো উচিত’। পাল্টা মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
দিলীপ (Dilip Ghosh) সুর চড়াতেই পাল্টা দিলেন কুণাল!
সম্প্রতি সোনাঝুরি হাট সংলগ্ন এলাকায় বসন্ত উৎসব পালন এবং আবির খেলা নিয়ে বন দফতরের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। চোখে পড়ে একটি ব্যানার। সেখানে লেখা ছিল, ‘এখানে রঙ খেলা, গাড়ি পার্কিং করা, ভিডিওগ্রাফি ও ড্রোন ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ’। এই সিদ্ধান্তের নেপথ্য কারণ হিসেবে বলা হয়, এতসঙ্গে এত মানুষের সমাগম হলে জঙ্গলের পরিবেশ নষ্ট হয়।
এদিকে এই সিদ্ধান্তের খবর সামনেই আসতেই নানান মহলে শুরু হয় চর্চা। পরবর্তীতে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা দাবি করেন, সোনাঝুরিতে রঙ খেলার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। শুক্রবার সকালেই দেখা যায়, সেখানে রঙ খেলায় মেতে উঠেছেন সকলে। এই আবহে এই নিষেধাজ্ঞা জারি নিয়ে সরকারকে (Government of West Bengal) আক্রমণ শানান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ।
আরও পড়ুনঃ অভিষেকের মেগা বৈঠকে ডাক পেল না ওয়েবকুপা! কারণ কি যাদবপুর? জোর শোরগোল
দিলীপ ঘোষ বলেন, ‘রঙ খেলাতেও কীসের আপত্তি? উৎসবে বাধা দিলে উল্টো করে ঝোলানো উচিত’। এমনকি জুতো পেটা করার নিদানও দেওয়া হয়। বিজেপি নেতার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
তৃণমূল নেতা বলেন, ‘শান্তিনিকেতনেও দোল উৎসব উদযাপিত হচ্ছে। উনি আসলে কোনও খবরই রাখেন না। মেদিনীপুরের খবরটাও তো ঠিক ভাবে রাখেননি। সেই জন্য ওনাকে এলাকার লোকেরাই বের করে দিয়েছেন’। এদিকে দিলীপকে (Dilip Ghosh) জোকার বলে কটাক্ষ করেছেন শাসকদলের বিধায়ক অসিত মজুমদার।