বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে এমন বহু মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছেন যারা অর্থের কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন। প্রতিকূল আর্থিক পরিস্থিতি অনেক সময়ে অন্তরায় হয়ে দাঁড়ায় পড়ুয়াদের ভবিষ্যৎ তৈরির ক্ষেত্রে। সেই সব মেধাবী পড়ুয়াদের কথা ভেবে কেন্দ্রীয় সরকার ও ভারতের একাধিক রাজ্য শুরু করেছে বিভিন্ন স্কলারশিপ স্কিম।
পড়ুয়াদের জন্য স্টেট ব্যাঙ্কের (State Bank of India) স্কলারশিপ
ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) SBI Asha Scholarship বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ প্রকল্প। এই স্কলারশিপ (Scholarship) প্রকল্পের আওতায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে ২০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করে থাকে। যোগ্য আবেদনকারী পড়ুয়াদের তাদের কোর্স ফি’র ৫০% টাকা প্রদান করা হয়ে থাকে এসবিআই আশা স্কলারশিপের মাধ্যমে।
আরও পড়ুন : দিঘার জগন্নাথ ধাম নিয়ে বড় খবর! নিরাপত্তা সুনিশ্চিত করতে বিরাট পদক্ষেপ নবান্নের
কারা করতে পারবেন আবেদন?
• ভারতবর্ষের স্থায়ী বাসিন্দারা আবেদন জানাতে পারবেন এসবিআই আশা স্কলারশিপে।
• আবেদনকারী পড়ুয়াকে তফশিলি জাতি, উপজাতি কিংবা আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
• আবেদনকারীকে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে ভর্তি হতে হবে। পাশাপাশি অন্যান্য উচ্চ শিক্ষার ক্ষেত্রেও আবেদন জানাতে পারবেন প্রার্থী।
• আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ৬ লক্ষ টাকার কম।
• পূর্ববর্তী পরীক্ষায় নূন্যতম ৭৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলেই আবেদন জানানো যাবে এই প্রকল্পে।
আবেদন জানাবেন কীভাবে ?
এই স্কলারশিপ স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন https://www.sbifashascholarship.org/ পোর্টালে। যোগ্যতা সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানের পর আবেদন জানানোর জন্য ভিজিট করতে হবে https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program-for-overseas-education – এ।
ওয়েবসাইটের হোমপেজ থেকে ক্লিক করতে হবে ‘অ্যাপ্লাই নাও’ অপশনে। এরপর নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে সঠিকভাবে পূরণ করতে হবে আবেদন পত্র। একই সাথে পোর্টালে আপলোড করতে হবে যাবতীয় ডকুমেন্টস।
আবেদনের শেষ তারিখ কবে?
ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা আগামী ৩১ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।