জোড়া নায়ক-নায়িকার এন্ট্রি জলসার সিরিয়ালে, অবশেষে কাটবে TRP-র ফাঁড়া?

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন চ্যানেলে নিত্যনতুন সিরিয়াল (Serial) শুরুর হিড়িক। আর সেই সব ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন জনপ্রিয় নায়ক নায়িকারা। কোনো কোনো সিরিয়ালে আবার নায়ক বদলের খবর মেলে। সেখানেও নতুন মুখ হিসেবে এন্ট্রি নিচ্ছেন অনেকে। এবার স্টার জলসার ধারাবাহিকেও (Serial) পা রাখলেন ছোটপর্দার এক অতি পরিচিত মুখ।

নতুন নতুন টুইস্ট আনছে সিরিয়ালগুলি (Serial)

ইদানিং টিআরপির ফাঁড়া কাটিয়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে স্টার জলসা। বিগত কয়েক সপ্তাহে এই চ্যানেলের অধিকাংশ সিরিয়াল (Serial) পিছিয়েছিল প্রতিপক্ষের থেকে। তবে ধীরে ধীরে নম্বর বাড়িয়ে টিআরপি তালিকায় হারানো জায়গা দখল করার লড়াইয়ে নেমেছে এই চ্যানেল। নতুন নতুন চমক এনে দর্শক ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন ধারাবাহিকগুলি (Serial)।

Two new entries in this star jalsha serial

প্রথম পাঁচে জলসার ২ মেগা: টিআরপি তালিকার সেরা পাঁচে জায়গা করে নিয়েছে জলসার দুটি সিরিয়াল (Serial)। রাঙামতী তীরন্দাজ এবং গীতা LLB এই দুটি সিরিয়াল চ্যানেলের মুখ রক্ষা করে তালিকার শীর্ষে রয়েছে। তবে এবার আরো একটি ধারাবাহিক (Serial) জমাটি গল্প এনে দ্রুত চর্চায় উঠে আসছে। আর এবার জোড়া চমক এনে টিআরপির লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে গেল সিরিয়ালটি (Serial)।

আরো পড়ুন : হুট করে ২ বছরের লাফ, নায়ক নায়িকার পুনর্মিলন, রাতারাতি গল্প বদলে গেল এই মেগায়!

নতুন এন্ট্রি সিরিয়ালে: রাত সাড়ে আটটার স্লটে সম্প্রচারিত হয় ‘গৃহপ্রবেশ’। তবে বিপরীতে ‘কোন গোপনে মন ভেসেছে’ (Serial) বরাবর বেশি টিআরপি নিয়ে স্লট লিড করেছে। তবে এবার গৃহপ্রবেশ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। সম্প্রতি বড়সড় লিপ নিয়েছে ধারাবাহিকটি। গল্পে দেখানো হয়েছে নায়ক আদৃত একটি দুর্ঘটনায় মারা গিয়েছে। তার পরিবারে। শোকের ছায়া। এদিকে পরে জানা যায়, বেঁচে আছে আদৃত। ডাক্তার মোহনা সেন তাকে বাঁচিয়ে তোলেন।

আরো পড়ুন : একাধিক ব্যর্থ প্রেম, “উচ্ছেবাবু” আদৃতের প্রাক্তনের সঙ্গেই বিয়ে সারলেন জি বাংলার নায়ক!

এর মধ্যেই কয়েক বছর এগিয়ে গিয়েছে গল্প (Serial)। পুত্রসন্তানের জন্ম দিয়েছে শুভলক্ষ্মী। আর এবার এক নতুন চরিত্রের এন্ট্রি হল সিরিয়ালে। আদৃতের বিজনেস পার্টনার আকাশ সেনের ভূমিকায় গৃহপ্রবেশে পা রাখলেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক। জানা যাচ্ছে, ইতিবাচক চরিত্রেই থাকবেন তিনি। আদৃত যখন কলকাতায়, আকাশ সেনের সঙ্গে নিউ ইয়র্কে দেখা হয় শুভলক্ষ্মীর। কিছুদিন আগেই ডাক্তার মোহনার চরিত্রে সিরিয়ালে দেখা গিয়েছে কৌশাম্বী চক্রবর্তীকে। আর এবার আরো এক চরিত্রের আগমনে গল্পে কী পরিবর্তন হয় সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর