বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের একাধিক দেশে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে এলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক। সম্প্রতি ভারতে (India-Elon Musk) স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যে মাস্কের সংস্থা গাঁটছড়া বেঁধেছে ভারতী এয়ারটেল ও রিলায়েন্স জিওর সাথে। দুই ভারতীয় টেলিকম সংস্থার সাথে চুক্তিবদ্ধ হলেও ভারত সরকারের তরফে এখনও স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানের অনুমতি পায়নি স্টারলিঙ্ক।
মাস্ককে ভারতের (India-Elon Musk) বিশেষ বার্তা:
তবে এয়ারটেল ও জিওর সাথে মাস্কের সংস্থার চুক্তি দেখে অবশ্য সংশ্লিষ্ট মহল মনে করছে, খুব শীঘ্রই সরকারিভাবে স্টারলিঙ্কের জন্য খুলে যেতে চলেছে ভারতের (India-Starlink) দরজা। এই আবহেই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। ‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, ভারতে ইন্টারনেট পরিষেবা প্রদান করতে হলে ইলন মাস্কের সংস্থাকে মেনে চলতে হবে বেশ কিছু শর্ত।
আরও পড়ুন : একী কাণ্ড! বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগে “রাগ” ঢাকার, দেওয়া হল বিশেষ বার্তা
প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে ভারতে (India-Elon Musk) একটি নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরির কথা বলা হয়েছে স্টারলিঙ্ককে। পাশাপাশি ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে যাতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই বিষয়টিও সুনিশ্চিত করতে হবে মাস্কের সংস্থাকে। বিশেষ বিশেষ প্রয়োজনে দেশের নিরাপত্তা সংস্থাগুলিকে ফোনের তথ্য দেওয়ার অনুমতিও স্টারলিঙ্ককে প্রদান করতে হবে বলে শর্ত রেখেছে কেন্দ্র।
আরও পড়ুন : রাত পোহালেই ঝেঁপে বৃষ্টি! দক্ষিণবঙ্গের একাধিক জেলা নিয়ে আগাম আপডেট দিল আবহাওয়া দপ্তর
একই সাথে, কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে জানানো হয়েছে, দেশের কোনও অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেই সব এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশিকা মেনে চলতে হবে স্টারলিঙ্ককে। ইলন মাস্কের স্টারলিঙ্ক লোয়ার অরবিট আর্থের মাধ্যমে সরাসরি উপগ্রহ ভিক্তিক ইন্টারনেট পরিষেবা প্রদান করে আসছে গোটা বিশ্বে।
বিশেষত দুর্গম ও পাহাড়ি এলাকায় এই ধরনের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা অত্যন্ত কার্যকরী। আগামী দিনে ভারতের (India) প্রত্যন্ত অঞ্চল, শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্রে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এয়ারটেল ও জিওর সাথে চুক্তিবদ্ধ হয়েছে স্টারলিঙ্ক (Starlink)। এবার মোদি সরকার কত দ্রুত মাস্কের সংস্থার জন্য ভারতের দরজা উন্মুক্ত করে এখন সেই দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।