সর্ষের মধ্যেই ভূত! ভারতে বসে গগনযান মিশনের গোপন তথ্য ফাঁস পাকিস্তানের কাছে, তারপরে যা হল….

বাংলাহান্ট ডেস্ক : এবার খাস ভারত থেকে গ্রেফতার হল পাকিস্তানের (India-Pakistan) চর। ফিরোজাবাদ অর্ডিন্যান্স ফ্যাক্টরির চার্জম্যান রবীন্দ্র কুমার এবং তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে ইউপি এটিএস। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তি ভারত থেকে পাকিস্তানে ফ্যাক্টরি সংক্রান্ত গোপন তথ্য পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হয় তাঁদের।

পাকিস্তানের (India-Pakistan) গুপ্তচরকে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার

যেমনটা জানা যাচ্ছে, ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে রবীন্দ্র কুমারকে নিজের জালে ফাঁসায় আইএসআই এর এক মহিলা এজেন্ট। নিজেকে নেহা শর্মা নামে পরিচয় দেন তিনি। পরবর্তীতে কথোপকথনের মাঝে নিজেকে পাক (India-Pakistan) গুপ্তচর সংস্থার এজেন্ট বলে জানান তিনি। ওই মহিলাকে অর্ডিন্যান্স ফ্যাক্টরির সঙ্গে যুক্ত নানান তথ্য পাচার করার অভিযোগ উঠেছে রবীন্দ্রর বিরুদ্ধে। অর্থ লালসায় ফ্যাক্টরির দৈনিক প্রোডাকশন রিপোর্ট, স্ক্রিনিং কমিটির গোপন পত্রের পাশাপাশি ড্রোন এবং গগনযান সংক্রান্ত গোপনীয় তথ্যও পাচার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

A person revealed gaganyan information of india-pakistan nra

কী কী উদ্ধার হয়েছে তদন্তে: জানা গিয়েছে, রবীন্দ্র কুমারের মোবাইল থেকে অর্ডিন্যান্স ফ্যাক্টরির ঊর্দ্ধতন অফিসার, ৫১ জন গোর্খা রাইফেলের অফিসার এবং লজিস্টিক ড্রোনের ট্রায়াল সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অনেক গোপনীয় তথ্য তিনি পাচার করেছিলেন বলে খবর। ইউপি এটিএস এই পুরো বিষয়টির তদন্ত করছে। পাশাপাশি অভিযুক্তের সঙ্গে যুক্ত থাকা অন্য ব্যক্তিদেরও খোঁজ চালানো হচ্ছে।

আরো পড়ুন : একাধিক ব্যর্থ প্রেম, “উচ্ছেবাবু” আদৃতের প্রাক্তনের সঙ্গেই বিয়ে সারলেন জি বাংলার নায়ক!

কীভাবে পড়েন ফাঁদে: গত বছর নেহা শর্মা নামে ওই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের (India-Pakistan) সঙ্গে পরিচয় হয় রবীন্দ্রর। অর্থের লোভে একাধিক গোপন তথ্য পাচার করেন তিনি। ফিরোজাবাদের হজরতপুরের ওই অর্ডিন্যান্স ফ্যাক্টরির দৈনিক উৎপাদন রিপোর্ট, স্ক্রিনিং কমিটির গোপন পত্র, ড্রোন এবং গগনযান প্রোজেক্টের গোপন তথ্য, মুলতুবি থাকা রিকুইজিশন লিস্টের মতো সংবেদনশীল তথ্যও আইএসআইকে (India-Pakistan) পাচার করেন রবীন্দ্র।

আরো পড়ুন : জোড়া নায়ক-নায়িকার এন্ট্রি জলসার সিরিয়ালে, অবশেষে কাটবে TRP-র ফাঁড়া?

এটিএস রবীন্দ্রর মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে। গোটা নেটওয়ার্কটা যাতে ফাঁস হয় তার জন্য পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করা হচ্ছে। শোনা যাচ্ছে, তদন্ত এবং জেরায় আরো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর