অন্যের “পাপের ফল” ভুগতে হল LIC-কে, এক ধাক্কায় গায়েব ৯৬৫ কোটি, প্রভাবিত হবেন গ্রাহকেরা?

বাংলাহান্ট ডেস্ক : অন্যের ভুলে সর্বনাশ হয়ে গেল ভারতীয় জীবন বিমা সংস্থা LIC-র (Life Insurance Corporation Of India)। এক ধাক্কায় ৯৬৫ কোটি টাকার ক্ষতিতে কার্যত মাথায় হাত পড়েছে এই সংস্থার। কমে গিয়েছে মার্কেট ভ্যালু। অন্যের দোষে এমন বিপুল ক্ষতিতে বড় ধাক্কা পেয়েছে LIC (Life Insurance Corporation Of India)। কিন্তু এমন কাণ্ড হল কী করে?

অন্যের দায়ে বড়সড় ক্ষতির মুখে LIC (Life Insurance Corporation Of India)

আসলে এর জন্য দায়ী ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। নিজেদের অভ্যন্তরীণ গরমিলের জেরেই মঙ্গলবার এক লাফে নেমে গিয়েছে এই ব্যাঙ্কের শেয়ার। এর জেরে সরাসরি আঘাত লেগেছে LIC-র (Life Insurance Corporation Of India) পোর্টফোলিওতে। ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ৫.২৩ শতাংশ শেয়ার ছিল LIC এর আওতায়। বিগত ৫ বছরে এই ব্যাঙ্কের দর পড়েছে প্রায় ৩৪ শতাংশ। আর এর জেরেই বিপুল ক্ষতি হয়ে গিয়েছে LIC এর।

Life Insurance Corporation Of India faced big loss

কেন এত বড় ধাক্কা: এই পতনের জেরে ৩ হাজার ৩৯৮ কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৪ কোটি টাকায়। মাঝখান থেকে বেমালুম গায়েব হয়ে গিয়েছে ৯৬৫ কোটি টাকা। এর জন্য অবশ্য এই বেসরকারি ব্যাঙ্কেরই দোষ বলে দাবি করা হচ্ছে। আসলে এই ব্যাঙ্কের ডেরিভেটিভ অ্যাকাউন্টেই ছিল গরমিল। প্রায় দেড় কোটি টাকার হিসেব মেলাতে পারছিল না ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আরো পড়ুন : একাধিক ব্যর্থ প্রেম, “উচ্ছেবাবু” আদৃতের প্রাক্তনের সঙ্গেই বিয়ে সারলেন জি বাংলার নায়ক!

ক্ষতির মুখে আরো কয়েকটি মিউচুয়াল ফান্ড: খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় বিনিয়োগকারীদের মধ্যে। দেদারে শেয়ার বিক্রি শুরু হতেই পতনের মুখে পড়ে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। এ নিয়ে বড়সড় আলোড়ন পড়েছে শেয়ার বাজারেও। বেসরকারি ব্যাঙ্কটির দোষের কারণে শুধুমাত্র LIC কেই (Life Insurance Corporation Of India) যে ফল ভোগ করতে হয়েছে এমনটা নয়। আরো কয়েকটি মিউচুয়াল ফান্ডও পড়েছে বিপাকে।

আরো পড়ুন : জোড়া নায়ক-নায়িকার এন্ট্রি জলসার সিরিয়ালে, অবশেষে কাটবে TRP-র ফাঁড়া?

মোট ১৫ টি মিউচুয়াল ফান্ডের সব মিলিয়ে প্রায় ১.২৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্ধন মিউচুয়াল ফান্ড, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড, মোতিলাল ওসোয়াল মিউচুয়াল ফান্ড, এলআইসি মিউচুয়াল ফান্ডের মতো মোট ১৫ টি ফান্ডের ক্ষতি হয়ে গিয়েছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর