বাংলা হান্ট ডেস্ক: একদিকে হোলির আনন্দে যেখানে রঙিন হয়ে উঠেছে প্রতিটি ক্ষেত্র ঠিক সেই আবহেই ক্রিকেট দুনিয়া থেকে এল বড় দুঃসংবাদ। মূলত, আফগানিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটার হজরতুল্লাহ জাজাইয়ের (Hazratullah Zazai) জীবনে নেমে এসেছে শোকের ছায়া। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তাঁর মাত্র ২ বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। এমতাবস্থায়, জাজাইয়ের ঘনিষ্ঠ বন্ধু এবং জাতীয় দলের সতীর্থ করিম জানাত সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত দুঃখের এই সংবাদটি সামনে এনেছেন।
শিশুকন্যাকে হারালেন হজরতুল্লাহ জাজাই (Hazratullah Zazai):
এমতাবস্থায়, এই সংবাদ পাওয়ার পরেই সমগ্র ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। আফগানিস্তানের খেলোয়াড়েরাও হজরতুল্লাহর (Hazratullah Zazai) জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তাঁকে সমবেদনা জানিয়েছেন। জানিয়ে রাখি যে, গত কয়েক মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন এই বাঁহাতি ওপেনার ব্যাটার।
View this post on Instagram
কী জানিয়েছেন জানাত: এই প্রসঙ্গে জানাত লিখেছেন, “আমি অত্যন্ত দুঃখের সাথে এই খবরটি আপনাদের সবার সাথে শেয়ার করছি যে, আমার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতুল্লাহ জাজাই (Hazratullah Zazai) তাঁর শিশুকন্যাকে হারিয়েছেন। এই অত্যন্ত কঠিন সময়ে জাজাই এবং তাঁর পরিবারের জন্য আমার হৃদয় দুঃখে পূর্ণ। তাঁরা এই দুঃখজনক ক্ষতি থেকে পুনরুদ্ধার হিসেবে আপনার চিন্তা এবং প্রার্থনা তাঁদের সাথে রাখুন। হজরতুল্লাহ জাজাই এবং তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।”
আরও পড়ুন: ঘুরে গেল খেলা? আচমকাই বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ নৌবাহিনীর যৌথ মহড়া, ব্যাপারটা কী?
জানিয়ে রাখি যে, ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা জাজাই (Hazratullah Zazai) এখনও পর্যন্ত আফগানিস্তানের হয়ে ১৬ টি ODI এবং 45 টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক T20-তে তিনি এমন একটি ইনিংস খেলেছেন যা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। দেরাদুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে T20 ম্যাচে মাত্র ৬২ বলে ১৬২ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ওই ইনিংসে ছিল ১১ টি চার ও ১১ টি ছক্কা। এই আক্রমণাত্মক ইনিংসটি সর্বদা মনে রাখা হয়। কারণ তিনি আন্তর্জাতিক T20-তে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস বিশিষ্ট ব্যাটারদের মধ্যে অন্যতম একজন হিসেবে বিবেচিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি নির্বাচিত হননি।
আরও পড়ুন: ট্রেন হাইজ্যাকের ঘটনায় ভারতের দিকে আঙুল তোলার জের! পাকিস্তানকে মোক্ষম জবাব দিল দিল্লি
এদিকে, গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন জাজাই (Hazratullah Zazai)। জিম্বাবোয়ের বিরুদ্ধে T20 সিরিজে তাঁকে শেষবার দেখা গেছে। তিনি T20 ক্রিকেটে এক ওভারে টানা ছয়টি ছক্কাও মেরেছেন। ২০১৮ সালে, আফগানিস্তানের ঘরোয়া T20 লিগ অফগানিস্তান প্রিমিয়ার লিগে, তিনি এক ওভারে টানা ৬ টি ছক্কা মেরেছিলেন। সেই ম্যাচে তিনি ১৭ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।