‘রাজ্য সরকারের আধিকারিকদের…’! ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না তিলোত্তমার বাবা-মা! সরব শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর দেখতে দেখতে কেটে গিয়েছে ৭ মাস। তবে এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। এই শংসাপত্র পেতে এক অফিস থেকে আরেক অফিস ছুটে বেড়াতে হচ্ছে তাঁদের। এই নিয়ে এবার সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিলোত্তমার পরিবারকে যাতে আর হয়রানির শিকার না হতে হয়, সেই জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও কলকাতার মেয়রকে বলেছেন তিনি।

তিলোত্তমার পরিবারের হয়রানি নিয়ে সরব শুভেন্দু (Suvendu Adhikari)!

জানা যাচ্ছে, পানিহাটি পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই আরজি কর নির্যাতিতার সৎকারের শংসাপত্র ইস্যু করা হয়েছে। তবে তিলোত্তমার মা-বাবার অভিযোগ এখনও অবধি মেয়ের ডেথ সার্টিফিকেট পাননি তাঁরা। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এই নিয়ে একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা।


শুভেন্দু লেখেন, ‘৯ আগস্ট, ২০২৪-এ অভয়ার মৃত্যু হয়েছে। সেদিনই কলকাতা পুলিশ ও তৃণমূল নেতা তড়িঘড়ি তাঁর দেহ সৎকার করে দেয়। তবে আশ্চর্যের বিষয় হল, নিহত চিকিৎসকের মা-বাবা এখনও অবধি মেয়ের মৃত্যুর শংসাপত্র পাননি। শংসাপত্রের জন্য তাঁরা ছুটে বেড়াচ্ছেন। স্বাস্থ্য ভবন, কলকাতা পুরসভা এবং আরজি কর মেডিক্যাল কলেজ, তাঁদের এক অফিস থেকে আরেকটি অফিস ও এক টেবিল থেকে অন্য টেবিল ঘুরতে হচ্ছে’।

আরও পড়ুনঃ চার বিধায়ককে নিয়ে বড় সিদ্ধান্ত BJP-র! ঘোষণা করা হল ২৫ জেলার সভাপতির নামও

নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক আরও লেখেন, ‘রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বলব অভয়ার মা-বাবা আর যেন হয়রানির শিকার না হন। মৃত্যুর শংসাপত্র পেতে যাতে আর কোনও বাধা না থাকে, সেদিকে আপনারা নজর দিন’।

suvendu adhikari

নিজের পোস্টে সিবিআই আধিকারিকদের কাছেও একটি অনুরোধ করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। লিখেছেন, ‘ডেথ সার্টিফিকেট দিতে রাজ্য সরকারের আধিকারিকদের গড়িমসির বিষয়টির দিকে একটু নজর দিন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর