রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর! কড়কড়ে ১০,০০০ টাকা দিচ্ছে সরকার! কারা সুবিধা পাবেন?

বাংলা হান্ট ডেস্কঃ তেরো থেকে তিরাশি, রাজ্যের প্রায় প্রত্যেক মানুষের জন্যই কোনও না কোনও প্রকল্প (Government Scheme) চালু করেছে সরকার (Government of West Bengal)। মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), কন্যাশ্রী থেকে শুরু করে পড়ুয়াদের জন্য সবুজ সাথী, তরুণের স্বপ্নের মতো স্কিম এনেছে রাজ্য। আজ পশ্চিমবঙ্গ সরকারের এমনই একটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে, যার মাধ্যমে ছাত্রছাত্রীদের ১০,০০০ টাকা করে দেয় সরকার।

রাজ্যের পড়ুয়াদের জন্য দুর্দান্ত উদ্যোগ (Government Scheme)!

শিক্ষার হার বৃদ্ধি পেলেই উন্নয়ন সম্ভব। তবে এই রাজ্যে এখনও এমন অনেক পরিবার রয়েছে যারা দিন এনে দিন খায়। ফলে ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালাতে কার্যত হিমশিম খেয়ে যান তাঁরা। এমতাবস্থায় এগিয়ে এসেছে রাজ্য সরকার। বাংলার আর্থিকভাবে দুর্বল পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়ায় উৎসাহ দিতে চালু করা হয়েছে বেশ কিছু বৃত্তি। এমনই একটি স্কলারশিপের নাম হল নবান্ন স্কলারশিপ। উত্তরকন্যা স্কলারশিপ নামেও পরিচিত এটি।

পড়াশোনার পথে যেন বাধা না হয় আর্থিক অনটন! এই লক্ষ্যেই দারিদ্রসীমার নীচে বসবাসকারী বাংলার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে এই স্কলারশিপ চালু করেছে রাজ্য (Government Scheme)। এর মাধ্যমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের ১০,০০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই অর্থ দেওয়া হয়। এখন প্রশ্ন হল, কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?

আরও পড়ুনঃ ‘রাজ্য সরকারের আধিকারিকদের…’! ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না তিলোত্তমার বাবা-মা! সরব শুভেন্দু

জানা যাচ্ছে, রাজ্যের যে সকল পড়ুয়া মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই বৃত্তির (Nabanna Scholarship) জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীর নির্দিষ্ট শতাংশ নম্বর থাকতে হবে। মাধ্যমিকে ৬৫%, উচ্চমাধ্যমিকে ৬০% এবং স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রে অন্তত ৫৫% নম্বর থাকতে হবে।

Nabanna Government of West Bengal Government scheme

রাজ্য সরকারের নবান্ন স্কলারশিপের (Government Scholarship) জন্য আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাঁর পরিবারের বার্ষিক আয় একটি নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে। এছাড়া কোনও শিক্ষার্থী যদি অন্য কোনও বৃত্তি পেয়ে থাকেন, তাহলে তিনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

এই বৃত্তির জন্য আবেদন করতে হলে আবেদনকারী পড়ুয়ার বেশ কিছু নথিপত্রের দরকার হবে (Government Scheme)। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর তা যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এই স্কলারশিপের সম্বন্ধে বিস্তারিত জানতে একবার অফিশিয়াল ওয়েবসাইট চেক করে নিতে পারেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর