অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা, সোনা কার? এবার ‘ফাঁস’ হবে সবটা? অস্বস্তি বাড়ছে পার্থর

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই তৃণমূলের প্রাক্তন মহাসচিবের ঠিকানা প্রেসিডেন্সি জেল। সেবছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও। বর্তমানে অর্পিতা জামিনে মুক্ত।

অস্বস্তি বাড়ছে পার্থর? Partha Chatterjee

এদিকে এসএসসি-র পাশাপাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও গ্রেফতার হয়েছেন পার্থ। এবার ইডির মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়েরই (Partha Chatterjee) জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইডির বিশেষ আদালতে আবেদন জানিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই তার আবেদন মঞ্জুর হয়েছে।

ইডি সূত্রে খবর, আদালতে কল্যাণময় ভট্টাচার্য জানিয়েছেন, বিচার পর্ব চলাকালীন রাজসাক্ষী হতে চান তিনি। কীভাবে গোটা নিয়োগ দুর্নীতি ঘটেছে তা সবটাই তিনি জানাবেন বলে জানিয়েছেন। এই বিষয়ে কোনও চাপ নেই। আদালতে জানিয়েছেন পার্থবাবুর জামাই। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে ইডির দেওয়া পঞ্চম অতিরিক্ত চার্জশিটে এই কল্যাণময়কে অন্যতম অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে বলে সূত্রের খবর।

অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা কার? এই প্রশ্নের উত্তর এখনও অধরা। তাহলে কী এবার পার্থর জামাই এই সত্যি সামনে আনবে? প্রসঙ্গত, এর আগে আদালতে দাঁড়িয়ে একাধিকবার পার্থর আইনজীবী বলেছিলেন, ‘নিয়োেগ দুর্নীতির টাকা পাওয়া গেছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে। উদ্ধার হওয়া টাকার সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্কই নেই’।

‘অর্পিতা মুখোপাধ্যায় একজন অভিনেত্রী, তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই’ বলেও সাফ জানিয়েছিলেন পার্থর আইনজীবী। আদালতে তার দাবি ছিল, অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ানের ভিত্তিতেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। যেখানে নিয়োগের দায়িত্ব ছিল পর্ষদ এবং প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, তার মক্কেলের কোনও ভূমিকাই ছিল না সেক্ষেত্রে।

Partha Chatterjee health condition in SSKM Hospital

আরও পড়ুন: চার বিধায়ককে নিয়ে বড় সিদ্ধান্ত BJP-র! ঘোষণা করা হল ২৫ জেলার সভাপতির নামও

উল্লেখ্য, ইতিমধ্যেই জামিন পেয়েছেন অর্পিতা। এদিকে যে মামলায় পার্থ জেলবন্দি তাতে সর্বোচ্চ সাত বছর সাজা হতে পারে। তার মধ্যে তো তিন ভাগের এক ভাগ জেলে কেটে গিয়েছে বলে দাবি করেন পার্থর আইনজীবী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর